প্রাক্তণ ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে কিছু প্রশ্ন তুলেছিলেন। গত বছর ডিসেম্বরে ক্রিকেট থেকে অবসর নেওয়া গম্ভীর বলেছিলেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে রিটেন হওয়ার জন্য বিরাট কোহলির উচিৎ নিজেকে ভাগ্যবান মনে করা। গম্ভীরের এই মন্তব্যকে বোল্ড হিসেবে ধরা হলেও কোহলির আইপিএল অধিনায়কত্বের ট্র্যাক রেকর্ডের সঙ্গে খুব একটা পার্থক্য নেই।
২০১৩য় পেয়েছিলেন অধিনায়কত্ব
Photo by: Sandeep Shetty / IPL/ SPORTZPICS
২০১৩য় ড্যানিয়েল ভেত্তরির অবসর ঘোষণার পর আরসিবির অধিনায়কত্ব দেওয়া হয় বিরাট কোহলির ঘাড়ে। তারপর থেকেই যদি আরসিবির পারফর্মেন্স দেখা যায় তো তারা এই ২০১৯ পর্যন্ত এখনো তাদের প্রথম আইপিএল খেতাবের সন্ধানেই রয়েছে। এমনকী গত কয়েক বছরে ব্যাঙ্গালুরুর এই দল আইপিএলে সবচেয়ে ধারাবাহিকতাহীন দলগুলির মধ্যে একটি হিসেবেই থেকেছে। কোহলির দায়িত্ব নেওয়ার পর থেকেই এই দল মাত্র একবারই প্লে অফে জায়গায় পেয়েছে, যখন ২০১৬য় বিরাট প্রায় ১০০০ রান করেছিলেন এবং দলকে ফাইনালে তুলেছিলেন।
বড় নাম সত্ত্বেও প্রভাবহীন পারফর্মেন্স
গত বছরও এই দলের পারফর্মেন্স প্রভাবহীণ ছিল। কোহলি, ডেভিলিয়র্স, ব্রেন্ডন ম্যাকালাম, কুইন্টন ডিকক, ক্রিস ওকস এবং অন্যায় বড়ো নাম থাকা সত্ত্বেও গত বছর আট দলের এই প্রতিযোগিতায় তারা ষষ্ঠ স্থানে নিজেদের অভিযান শেষ করে। কোহলিও স্বীকার করে নিয়েছেন যে ভাগ্য নয় ভুল সিদ্ধান্তই কারণ দলের খারাপ ফলাফলের। পরে গম্ভীর বিরাটের সমালোচনাও করেন যে বিরাট কৌশলী অধিনায়ক নন।
গম্ভীর বলেছিলেন এই কথা
Photo by Ron Gaunt – Sportzpics – IPL
স্টার স্পোর্টসের সঙ্গে কথাবার্তায় গৌতম গম্ভীর জানিয়েছিলেন যে,
“আমি ওকে বিচক্ষণ অধিনায়ক হিসেবে দেখি না। আমি ওকে কৌশলী অধিনায়ক হিসেবেও দেখি না। এবং ও এখনো আইপিএল জেতেনি। তাই শেষ পর্যন্ত একজন অধিনায়ক ততটাই ভালো যতটা তার রেকর্ড। সেখানে অনেক অধিনায়ক আছেন যারা তিনবার খেতাব জিতেছে। এমএস ধোনি, এবং রোহিত শর্মা। তাই আমার মনে হয় বিরাটকে এখনো অনেক পথ যেতে হবে। এই মুহূর্তে আপনি রোহিত এবং ধোনির সঙ্গে ওর তুলনা করতে পারেন না। ও আরসিবির সদস্য এবং গত সাত আট বছর ধরে এই দলের অধিনায়ক। এবং ও ভীষণই ভাগ্যবান এবং ওর এই ফ্রেঞ্চাইজিকে ধন্যবাদ দেওয়া উচিৎ যে তারা ওকে অধিনায়ক করে রেখেছে।কারণ খুব বেশি অধিনায়ক এমন দীর্ঘ সুযোগ পাননি যেখানে তারা ট্রফি জিততে পারেননি।”
যদিও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী গম্ভীরের সঙ্গে সহমত না হয়ে বিরাটের অধিনায়কত্ব প্রসঙ্গে প্রশ্ন তুলতে অস্বীকৃত হয়েছেন। এমনকী কোহলির সাফল্য প্রসঙ্গে এই কিংবদন্তী অধিনায়ক কোহলিকে সমর্থন করেছেন।
গাঙ্গুলী বললেন এই কথা
এ প্রসঙ্গে প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন,
“যদি আপনি কোহলির ব্যাপারে এবং তাকে অধিনায়ক হিসেবে রাখার ব্যাপারে কথা বলেন তাহলে দেখুন ও কি করেছে। দেখুন ও প্রত্যেক ফর্ম্যাটে ব্যাট হাতে করে করেছে। নিঃসন্দেহে চ্যাম্পিয়ন। এবং যত সময় ধরেই হোকনা কেনও ও আরসিবির অধিনায়কত্বের দাবীদার। আমি নিশ্চিত ও সাফল্য পাবেই”।