অধিনায়ক বিরাট কোহলির বিষয়ে মন্তব্য করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র সমালোচনার মুখে গৌতম গম্ভীর ! 1

চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে আছে ভারত।লিগ পর্যায়ে একপ্রকার অপ্রতিরোধ্য থেকেই গতকাল বিরাটরা সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ডের।বৃষ্টিতে ভেস্তে যাওয়া ম‍্যাচে যত অবধি খেলা হয়েছিল ততটা দারুণ খেলেছে বিরাটরা।একদিকে যখন সর্বস্তরে প্রশংসিত হয়েছে বিরাটের আগ্রাসী অধিনায়কত্ব।ঠিক তখন খানিকটা বেসুরো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। সম্প্রতি বিরাটের অধিনায়কত্ব নিয়ে মন্তব্য করতে দেখা গেছিলো তাকে।

অধিনায়ক বিরাট কোহলির বিষয়ে মন্তব্য করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র সমালোচনার মুখে গৌতম গম্ভীর ! 2

একটি সাক্ষাৎকারে গৌতম বলেছিলেন, দলে রোহিত শর্মা এবং ধোনির মতো ক্রিকেট থাকায় অধিনায়ক বিরাট কোহলি কে এখনো কোনও রকম সমস্যার মুখে পড়তে হয়নি।বিরাটের অধিনায়কত্বকে পরীক্ষার মুখে পড়তে দেখা গেছে আইপিএলে।এদিন ঘুর পথে চলতি বিশ্বকাপের যাবতীয় কৃতিত্ব রোহিত ,ধোনিকেই দিলেন গম্ভীর।

পরবর্তী সময়ে গম্ভীরের এমন মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলো।সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ক্রিকেট ভক্তদের।শুধু তাই নয়,আইপিএল চলাকালীন যারা বিরাট কে ট্রল করেছিলেন তারাও এইদিন ক্ষুব্ধ হয়েছিলেন গৌতির এমন মন্তব্যে।

অধিনায়ক বিরাট কোহলির বিষয়ে মন্তব্য করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তীব্র সমালোচনার মুখে গৌতম গম্ভীর ! 3

” বিরাট ভারতের আদর্শ অধিনায়ক কারণ তার পিছনে রয়েছে এম এস ধোনি এবং রোহিত শর্মা।কিন্তু আপনি যদি অধিনায়ক কোহলির কথা বলেন তাহলে আমি বলবো তার এতদিনে একটা আইপিএল ট্রফি জেতা উচিত ছিল যখন থেকে সে আরসিবি’র অধিনায়কত্বের দায়িত্বে এসেছে।বেশির ভাগ সময় আইপিএলে আট নম্বরে শেষ করেছে বিরাট ” । সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেছিলেন গৌতম গম্ভীর।যার জন্য পরবর্তী সময়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে সেমিফাইনালে টসে জিতে ব‍্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন।অন‍্যদিকে বল হাতে শুরু থেকেই কিউয়ি ব‍্যাটসম‍্যানদের চাপে রাখেন ভারতের দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং ভূবনেশ্বর কুমার।এদিন দারুণ বোলিং করেছেন তারা।আরও একবার ব‍্যার্থ হলো কিউয়ি ওপেনাররা।যদিও পরবর্তী সময়ে ম‍্যাচের হাল ধরেন কেন উইলিয়ামসন এবং রস টেলর।পরবর্তী সময়ে বর্ষার জন্য বন্ধ হয়ে যায় ম‍্যাচ।আজ ফের গতকাল থেমে যাওয়া জায়গা থেকে ইনিংস শুরু করবে কিউয়ি ব‍্যাটসম‍্যানরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *