যুবরাজ সিংয়ের অবদানের কথা মাথায় ১২ নম্বর জার্সি কে " অবসর " দেওয়া হোক, বিসিসিআই কে এমন পরামর্শ দিলেন গৌতম গম্ভীর 1

সম্প্রতি একটি প্রতিবেদনে বিসিসিআই কে ” ১২ ” নম্বর জার্সিকে অবসরে পাঠানোর আবেদন করলেন প্রাক্তন ভারত ক্রিকেটার গৌতম গম্ভীর। যুবির মতো ক্রিকেটার শতাব্দীতে একবার‍ অবতীর্ণ হয়, ভারতের ক্রিকেট ওর অবদানের কথা মাথায় রেখে ” ১২ ” নম্বর জার্সিক অবসর দিক ভারতের ক্রিকেট বোর্ড,এমনটাই চাইছেন তিনি। কলামে তিনি লিখেছেন সেপটেম্বর মাস, বরাবর তার কাছে এক অন‍্য অর্থ বহ করে, এই মাসেই ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতে ভারত, যা জয়ের অন‍্যতম কারিগর ছিলেন যুবরাজ সিং, এছাড়া ২০১১ সালে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে ওর অবদান ভোলার নয়। এই বিষয় গুলো মাথায় রেখে আমার বিসিসিআই এর কাছে বিশেষ অনুরোধ ১২ নম্বর জার্সি, যা পড়ে ক্রিকেট জীবনের এক দীর্ঘ সময় অতিক্রান্ত করেছে যুবরাজ, সেটিকে অবসর দেওয়া হোক।

যুবরাজ সিংয়ের অবদানের কথা মাথায় ১২ নম্বর জার্সি কে " অবসর " দেওয়া হোক, বিসিসিআই কে এমন পরামর্শ দিলেন গৌতম গম্ভীর 2

প্রসঙ্গত, শচীন তেন্ডুলকর হলেন একমাত্র ভারতীয় ক্রিকেটার যার জার্সিকে ” ১০ ” কে অবসর দেওয়া হয়েছে।২০০৭ এবং ২০১১ এর বিশ্বকাপ জয়ের দলে সদস্য ছিলেন যুবি এবং গৌতি, এমনকি ২০০৭ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে হতাশজনক ভারতীয় ক্রিকেট দলের সদস্য ছিলেন তারা।

প্রসঙ্গত, ২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।তিনি করেছিলেন ছয় ইনিংসে ২২৭ রান ।তার ৭৫ রানের ইনিংস ফাইনালে ভারতকে ১৫৭/৫ এ শেষ করতে সাহায্য করেছিলো।

যুবরাজ সিং সেইবার করেছিলেন ১৪৮ রান পাঁচ ইনিংসে‌।এরমধ্যে আছে ইংল্যান্ডের বিপক্ষে স্টুয়ার্ড ব্রডকে মারা ছয় বলে ছটি ছয় মারার রেকর্ড, যা আজীবন ক্রিকেট প্রেমী মানুষদের স্মৃতির মনিকোঠায় থেকে যাবে।

যুবরাজ সিংয়ের অবদানের কথা মাথায় ১২ নম্বর জার্সি কে " অবসর " দেওয়া হোক, বিসিসিআই কে এমন পরামর্শ দিলেন গৌতম গম্ভীর 3
Indian bowler Yuvraj Singh (R) celebrates with teammate Gautam Gambhir (C) after taking the wicket of Australian batsman Brad Haddin (L) during the quarter-final match of The ICC Cricket World Cup 2011 between India and Australia at The Sardar Patel Stadium, Motera in Ahmedabad on March 24, 2011. AFP PHOTO/MANAN VATSYAYANA (Photo credit should read MANAN VATSYAYANA/AFP/Getty Images)

২০১১ এর বিশ্বকাপে ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গৌতি – যুবি।গোটা টুর্নামেন্ট জুড়ে দারুণ খেলে সেইবার ” ম‍্যান অফ দ‍্য টুর্নামেন্ট ” হয়েছিলেন যুবরাজ সিং।অন‍্যদিকে ফাইনালে গম্ভীরের করা ৯৭ রান ভারতকে জয়ের পথে এগিয়ে দেয়।

২০১৮ সালে ডিসেম্বর মাসে ক্রিকেট থেকে অবসর নেন গম্ভীর, অন‍্যদিকে এবছর জুন মাসে ক্রিকেট কে বিদায় জানিয়েছেন যুবরাজ সিং।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *