ipl-hardik-on-discussion-with-rohit

চর্চার কেন্দ্রে আইপিএলের সপ্তদশ মরসুম। গত ১৯ ডিসেম্বর ছিলো নিলাম। ৩৩৩ ক্রিকেটারের তালিকা থেকে পছন্দমত তারকা বেছে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে নিলামের আগেই সাড়া ফেলে দিয়েছিলো হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলবদলের খবর। ২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে উত্থান হার্দিকের। সাত মরসুম মুম্বইয়ের হয়ে খেলেছেন তিনি। জিতেছেন চারটি আইপিএল ট্রফি। ২০২২ সালে দল ছেড়ে যোগ দিয়েছিলেন গুজরাত টাইটান্সে (GT)। অধিনায়ক হিসেবে গুজরাতকেও ট্রফি জেতান তিনি। দ্বিতীয় মরসুমে নিয়ে যান ফাইনালে। কিন্তু ২০২৪ মরসুমের জন্য ‘মিনি নিলাম’-এর ঠিক আগেই হার্দিক (Hardik Pandya) ও গুজরাতের মনোমালিন্যের খবর আসতে থাকে সংবাদমাধ্যমে। তা সত্ত্বেও ২৬ নভেম্বর টাইটান্সদের ‘রিটেনড’ তালিকায় হার্দিককে দেখে অনেকেই ভেবেছিলেন দল বদলাচ্ছেন না তিনি।

কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। ক্রিকবাজ সূত্রে জানা যায় হার্দিকের (Hardik Pandya) দিকে হাত বাড়িয়েছে মুম্বই (MI)। গুজরাতের সাথে চুক্তিও সই হয়ে গিয়েছে। ২৭ নভেম্বর সরকারিভাবে হার্দিকের মুম্বই প্রত্যাবর্তনের ঘোষণা করা হয় দুই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। ‘ঘরের ছেলে’ ঘরে ফেরায় খুশিই হয়েছিলেন মুম্বই সমর্থকেরা। ১২ নভেম্বর বন্ধ হয় ট্রেডিং উইন্ডো। এরপর ১৩ নভেম্বর রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে হার্দিককে অধিনায়ক হিসেবে ঘোষণা করে দেওয়া হয় মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। এক দশকের বেশী সময় অধিনায়ক ছিলেন রোহিত। দলকে দিয়েছেন পাঁচ ট্রফি। তাঁকে সরিয়ে দেওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছেন সমর্থকেরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে রোহিতের পদচ্যুতির পর আন্তর্জাতিক আঙিনাতেও কি একই জিনিস দেখা যাবে? সেই প্রশ্নের উত্তর সন্ধান করতে দেখা গিয়েছে সমর্থকদের।

Read More: অশ্লীল কটাক্ষের শিকার ওয়াসিম আক্রমের স্ত্রী, নেটিজেনের উপর চটে লাল ‘সুলতান অফ স্যুইং’ !!

রোহিতকেই অধিনায়ক চান সৌরভ-

Sourav Ganguly | Hardik Pandya | Image: Twitter
Sourav Ganguly | Image: Twitter

২০২২-এর টি-২০ বিশ্বকাপের পর থেকে টি-২০ ক্রিকেটে দেশের জার্সি গায়ে মাঠে নামেন নি রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর অবর্তমানে অধিনায়কত্বের ভার সামলেছেন হার্দিক পান্ডিয়াই। দেশকে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা’র মত প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজ জিতিয়েছেন তিনি। হার্দিক (Hardik Pandya) কোনো কারণে বাইরে থাকলে নেতার ভূমিকায় দেখা গিয়েছে সূর্যকুমার যাদব, এমনকি জসপ্রীত বুমরাহকেও। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের আসর বসরবে জুন মাসে। সেখানে অধিনায়ক হিসেবে টস করতে কে যাবেন, তা নিয়ে জল্পনা চলছে পুরোদস্তুর। গত এক-দেড় বছরে অধিকাংশ সময় হার্দিককেই দেখা গিয়েছে অধিনায়কের ভূমিকায়। ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মাঠে নেতা হিসেবে তাঁকেই চাইছেন অনেকে। আবার রোহিতের অভিজ্ঞতায় আস্থা রাখার কথা বলছেন আরেক পক্ষ। হিটম্যানের প্রত্যাবর্তনের আশায় দিন গুণছেন তাঁরা।

নেতৃত্ব নিয়ে এই জটিলতার মধ্যেই মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি কোনোরকম রাখঢাক না করেই জানিয়ে দিলেন হার্দিক নন, বরং রোহিত শর্মাই তাঁর পছন্দের অধিনায়ক। সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রথমেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের পারফর্ম্যান্স নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, “ভারত একটা হারলেই গেল গেল রব ওঠে। টি-২০ সিরিজ ড্র রেখেছে, একদিনের সিরিজ জিতেছে, টেস্ট সিরিজ ড্র রেখেছে। আর কি চাই?” এরপরেই বলেন,”টি-২০ বিশ্বকাপে রোহিত শর্মা’র ভারতের অধিনায়ক হওয়া উচিৎ।” ১৪ মাস রোহিত-বিরাট’রা আন্তর্জাতিক টি-২০ খেলেন নি। সেই নিয়ে প্রশ্নের জবাবে সৌরভের অকপট উত্তর, অবশ্যই ওদের (বিরাট-রোহিত) টি-২০ বিশ্বকাপ খেলা উচিৎ। কিচ্ছু (সমস্যা) হবে না। বিরাট কোহলি একজন দুর্দান্ত খেলোয়াড়।”

Also Read: ক্রিকেটের বদলে এবার ব্যবসায় মন দিয়েছেন Hardik Pandya, টুইটারেই মিলল বড় প্রমাণ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *