আফ্রিদির বিতর্কিত মন্তব্যে যোগ্য জবাব দিলেন গম্ভীর! 1

গৌতম গম্ভীর বনাম শাহিদ আফ্রিদি, ক্রিকেটের মাঠে তাদের মধ্যে তাপ – উত্তাপ ভরা সম্পর্ক গোটা বিশ্বের ক্রিকেট প্রেমীদের কাছেই পরিচিত।ইতিমধ্যে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই দুই ক্রিকেটার ,যদিও গম্ভীরের সম্পর্কে আফ্রিদির মনোভাবের যে খুব একটা বদল ঘটেনি তার প্রমান ফের পাওয়া গেল ।সম্প্রতি মুক্তি পেয়েছে আফ্রিদির আত্মজীবনী ” গেম চেন্জার “,

আফ্রিদির বিতর্কিত মন্তব্যে যোগ্য জবাব দিলেন গম্ভীর! 2

বইতে নিজের জীবনের একাধিক বিষয়ে আলোকপাত করেছেন এই প্রাক্তন পাক তারকা।সেখানে যেমন আছে ক্রিকেট জীবনের প্রথম দিককার কথা, তেমন আছে জাতীয় দলের সিনিয়রদের সাথে আঁদায় – কাঁচকলা সম্পর্ক প্রসঙ্গ‌‌‌।তেমনই একটি বড়ো অংশ জুড়ে উঠে এসেছে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরের প্রসঙ্গত।

আফ্রিদির বিতর্কিত মন্তব্যে যোগ্য জবাব দিলেন গম্ভীর! 3

বইতে গম্ভীর কে নিজেদের দেশের ভাষায় ” সারিয়াল ” বলে অভিহিত করেছেন আফ্রিদি।শুধু তাই নয় গৌতি মজা করে ” ডন ব্রাডম‍্যান এবং জেমস বন্ড”‘এর সংমিশ্রণ বলে উল্লেখ করেন তিনি‌।নিজে ব‍্যক্তিগত ভাবে খুশী এবং আশাবাদী মানুষ পছন্দ করেন কিন্তু গম্ভীরের মধ্যে তিনি কোনও টাই খুঁজে পাননি।

আফ্রিদির বিতর্কিত মন্তব্যে যোগ্য জবাব দিলেন গম্ভীর! 4
NOTTINGHAM, ENGLAND – JULY 07: Gautam Gambhir of India looks on during a India nets session at Trent Bridge on July 7, 2014 in Nottingham, England. (Photo by Matthew Lewis/Getty Images)

বিষয়টা প্রকাশ‍্যে আসার পর থেকেই সকলেই গম্ভীরের প্রতিক্রিয়ার অপেক্ষা করছিলো।কারন অবশ্যই দুই ক্রিকেটারের মধ্যে অনফিল্ড সংঘাত এবং প্রতিবারের ন‍্যায় ফের এবারও যোগ্য জবাব দিয়েছেন তিনি।টুইটে আফ্রিদিকে মানসিক রোগের চিকিৎসার পরামর্শ দিয়েছেন তিনি, শুধু তাই নয়, প্রয়োজন আফ্রিদির চিকিৎসা দায়িত্ব নিজে নিতে রাজি তিনি।ইতিমধ্যে গম্ভীরের সেই টুইট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া সাইট গুলিতে।যদিও এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি আফ্রিদির তরফে।

আফ্রিদির বিতর্কিত মন্তব্যে যোগ্য জবাব দিলেন গম্ভীর! 5

প্রসঙ্গত, শুধু আফ্রিদি নন , সম্প্রতি প্রাক্তন ভারতের জাতীয় দলের মনোবিদ প‍্যাডি আপটনের লেখা একটি বইতে উঠে এসেছে গম্ভীরের প্রসঙ্গ,সম্প্রতি প্রকাশিত হয়েছিল তার লেখা ” দ‍্য বেয়ারফুট কোচ ” বইটি।সেখানে তিনি গম্ভীর কে ” মানসিকভাবে নিরাপত্তাহীন ” বলে উল্লেখ করেছেন।জানিয়েছেন একটা ভালো ইনিংস খেলার পরও ম‍্যাচে নিজের ভুল গুলো নিয়ে কাটাঁছেড়া করতে বেশি সময় অতিবাহিত ক‍রতেন গৌতি।বইতে এমনটাই লিখেছেন প‍্যাডি।

প্রসঙ্গত, গত একদশক ধরে ভারতীয় ক্রিকেট দলের ওপেনিং এর মুল স্তম্ভ ছিলেন গৌতম গম্ভীর।২০০৭ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালের বিশ্বকাপে তার অবদানের কথা কোনও দিন ভুলতে পারবে না ভারতীয় ক্রীড়া প্রেমী মানুষেরা।আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রানের মালিক এই ক্রিকেটার গতবছরের শেষে ক্রিকেট কে পাকাপাকি ভাবে বিদায় জানিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন ।এমনকি পূর্ব দিল্লি থেকে বিজেপির হয়ে এবছর লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।ইতিমধ্যে তার প্রচারের কাজ চলছে দুরন্ত গতিতে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *