Use your ← → (arrow) keys to browse
যেকোনো দেশের, যেকোনো ক্রিকেটারের কাছে বিশ্বকাপ ট্রফি ছোঁয়া এক স্বপ্নের ন্যায়।গোটা দেশ জুড়ে এক আনন্দের সুনামী ছড়িয়ে পড়ে আনাচে কানাচে, এ কাপের এমনই মহিমা।ভারতের মাথাতেও বিশ্ব সেরার মুকুট উঠেছে দুই বার।প্রথম বার ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে।

ব্যক্তিগত দক্ষতা নয় , বরং সকলের যৌথ প্রয়াস এক দেশকে পৌছে দেয় বিশ্ব ক্রিকেটের সেরা মন্চে।এই বিশ্বকাপ আবার জন্ম দেয় নতুন তারকার, শুধুমাত্র তাই নয়, কিংবদন্তিদের গল্পগাথার অধ্যায়ে যোগ হয় আরও এক নতুন গল্প।আবার প্রদীপের উল্টো দিকটা লক্ষ্য করা যায় , অনেক সময় বিশ্বসেরা’র মন্চে দেশকে শিরোপা এনে দিয়েও কালের সাথে হারিয়ে গেছে বহু ক্রিকেটার।আজ এমনই চার ২০১১ এর বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্যদের কথা বলবো যাদের ক্রিকেট কেরিয়ারের যবনিকাপাত হয় ২০১১ এর বিশ্বকাপের শেষে।
Use your ← → (arrow) keys to browse