এশিয়া কাপ ২০১৮ এর ফাইনালে বাংলাদেশকে তিন উইকেটে হারিয়ে সপ্তমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করে ভারত। তবে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দলের একাধিক খেলোয়াড় বিশ্রামে রেখে সুযোগ করে দেওয়া হয় অনিয়মিত কয়েকজনকে। এই সুযোগ আবার কাজে লাগাতেও ব্যর্থ হন তাঁরা।
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টিম ইন্ডিয়ার মিডল অর্ডারের ব্যার্থতা কত প্রকার ও কী কী তা সহজেই আঁচ করতে পেরছেন ক্রিকেটার থকে শুরু করে আম ক্রিকেটভক্ত সবাই। শুধু আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেই নয় পুরো টুর্নামেন্টেই ভারত দলের মিডল অর্ডার ছিল নড়বড়ে।
এবার দেখে নেওয়া যাক একদিনের ফরম্যাটে টিম ইন্ডিয়ার তাঁবু থেকে বের হয়ে যেতে পারেন যে চারজন ক্রিকেটার।
৪. দীপক চহের
আইপিএলের ২০১৮ আসরে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে নজর কাড়া পেসার দীপক চহেরকে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচে জসপ্রীত বুমরাহর বদলে খেলানো হয় তাঁকে। বুমরাহর মত ঝাঁঝালো পারফরম্যান্স প্রত্যাশা না করলেও কিছুটা ভাল করবেন চাহার সেটা আশা করেছিলেন সবাই। তবে আস্থার প্রতিদান দিতে ব্যর্থ চাহার চার ওভার বল করে খরচ করেছেন ৪৩ রান।
অন্যদিকে সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শার্দুল ঠাকুরের জায়গায় দীপক চহেরের গায়ে জার্সি জড়ালে মোহাম্মদ শাহজাদের সামনে অসহায় হয়ে পড়েন চহের। ৯.২৫ করে প্রতি ওভারে রান দিয়ে আত্মসমর্পণ করেন এই পেসার।
৩. সিদ্ধার্থ কৌল
গত কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটে নিজের সেরাটা ঢেলে দিয়ে পারফরম্যান্স করে যাচ্ছেন অতিমানবীয়। অন্যদিকে সানরাইজার্স হয়দ্রাবাদের হয়ে আইপিএলেও নিজেকে মেলে ধরেছেন ডেথ ওভার স্পেশালিস্ট কউল।
ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ ম্যাচ দিয়ে অভিষেক হওয়া এই বোলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা মোটেও সুখকর ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন উইকেটশূন্য। অন্যদিকে এশিয়া কাপে হার্দিক পান্ডিয়া ইনজুরিতে পড়লে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বল তুলে দেয়া হয় কউলের হাতে। তবে এদিন ব্যর্থ কউল ৯ ওভার বল করে রান দিয়েছেন তিন কুড়ির চেয়ে দুই কম অর্থাৎ ৫৮টি। এই ম্লান পারফরম্যান্সের পর তাঁর দলে থাকা নিয়ে সংশয় দেখা দেয়াটাই স্বভাবিক।
২. মনিষ পান্ডে
টিম ইন্ডিয়ার দীর্ঘদিনের বিষফোঁড়া হিসেবে দেখা দিয়েছে মিডল অর্ডার। তবে তা দূর করতে বসে নেই দলের নির্বাচকরা। মনিষ পান্ডের উপর ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট, অনেকে ভেবেই নিয়েছিলেন তিনিই হয়তো হতে পারেন এই পজিশনে সমস্যার সমাধান। তবে বার বার সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরতে ব্যর্থ হন এই ব্যাটসম্যান। যার চিহ্ন দেখা যায় সদ্য সমাপ্ত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। আফগানদের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে টপ অর্ডার ভাল করলেও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যখন আসা-যাওয়ার মিছিলে যোগ দেন তখন ব্যাট হাতে নেমে ১৫ বল মোকাবেলা করে মাত্র ৮ রান করেন তিনি। যা টিম ইন্ডিয়ার দল থেকে ছিটকে দিতে পারে তাঁকে।
১. দীনেশ কার্তিক
টিম ম্যানেজমেন্টের সুনজর দীনেশ কার্তিকের উপর ছিল আগে থেকেই। এরই সুবাদে এশিয়া কাপের স্কোয়াডেও রাখা হয় কার্তিকের নাম। তবে ৪ নাম্বার পজিশনে নিজের জায়গা ধরে রাখতে গিয়ে আবারো খোলসবন্দী অবস্থায়ই থাকেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বল খেলার সাথে রানের ফারাক ছিল চোখে পড়ার মতই। ৬৬ বল খেলে করেছেন ৪৪ রান। অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল ম্যাচেও ওয়ানডে মেজাজে ব্যাট চালাতে ব্যর্থ হন কার্তিক। মিডল অর্ডারে এই পজিশনে দীনেশ কার্তিকের পারফরম্যান্স নির্বাচকদের মন কতটা গলাতে পারে সেটাই এখন দেখার বিষয়।