সালটা ২০২০, এই বছরটি বড়ই অনিশ্চয়তার। আর সেই কারণে অন্যতম অনিশ্চয়তা হিসেবে দেখা দিয়েছে এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের অবস্থান। বরাবরই ভালো পারফর্ম করা চেন্নাই সুপার কিংস এই বছর যেন একেবারে জঘন্য ক্রিকেট খেলছে। একেবারে প্রথম ম্যাচ চার বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছিল মহেন্দ্র সিং ধোনির ব্রিগেড। কিন্তু তারপরেই পরপর তিনটি ম্যাচ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে হারের পর লিগ তালিকায় একেবারে শেষে অবস্থান করছে চেন্নাই।
এই অবস্থায় ক্রিকেট বিশেষজ্ঞরা দায়ী করছেন চেন্নাই সুপার কিংসের দলের গড় বয়সকে। প্রায় প্রতিটি খেলোয়াড়েরই বয়স ৩৪ এর বেশি। যুব ক্রিকেটারদের সংখ্যা কম। এছাড়াও অধিকাংশ ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন খোদ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, মূলধারার ক্রিকেটের সাথেই জড়িয়ে নেই। পাশাপাশি আইপিএল এর শুরুতেই দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য সুরেশ রায়না এবং হরভজন সিংয়ের না থাকাটা বড় ফ্যাক্টর হয়ে গিয়েছে তিন বারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজির জন্য।
এই অবস্থায় আইপিএল এর অন্যান্য দলে সুযোগ না পাওয়া এমন চার ক্রিকেটার রয়েছেন, যাদের পেলে চেন্নাই সুপার কিংসের অবস্থা অনেকটাই ভালো হবে। দেখে নেওয়া যাক সেই চার ক্রিকেটারের তালিকা,
১. মিচেল ম্যাক্লেনাঘান
নিউজিল্যান্ড এবং মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা বাঁ হাতি পেসার গত কয়েক মরশুমে অত্যন্ত কার্যকরী ভূমিকা নিয়েছেন। এই বছরেও অনেকে ম্যাক্লেনাঘানকে এগিয়ে রেখেছিলেন মুম্বইয়ের প্রথম একাদশে থাকার জন্য, যেহেতু মালিঙ্গা এই মুহুর্তে দলে নেই। কিন্তু বর্তমানে জেমস প্যাটিনসন ভালো ফর্মে থাকায় আপাতত বেঞ্চে রয়েছেন এই কিউই পেসার। সুতরাং মিচেল ম্যাক্লেনাঘানকে পেলে চেন্নাই সুপার কিংসের বোলিং অনেকটাই ভালো হবে।
২. রাহুল ত্রিপাঠী
কলকাতা নাইট রাইডার্সের দলে থাকা এই ওপেনার দীর্ঘদিন ধরে সুযোগ পাচ্ছেন না সুনীল নারাইন এবং শুভমন গিলের জন্য। যদিও গতকাল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুরন্ত ক্যামিও খেলেছেন আট নম্বরে ব্যাট করতে নেমে। তবে প্রথম একাদশে অনিশ্চিত থাকা এই তরুণ ব্যাটসম্যানকে পেলে চেন্নাইয়ের দূর্বল টপ অর্ডার অনেকটাই শক্তিশালী হবে। তাছাড়াও এর আগে ধোনির নেতৃত্বে রাইজিং পুনে সুপারজায়ান্টেও খেলেছিলেন ত্রিপাঠী, সেই বছর ভালো পারফর্ম করেছিলেন তিনি।
৩. কৃষ্ণাপ্পা গৌথম
বৈচিত্র্যপূর্ণ এই অলরাউন্ডার এবারের আইপিএল-এ সেরকম সুযোগ পাচ্ছেন না কিংস ইলেভেন পাঞ্জাব দলে। কোচ অনিল কুম্বলের পছন্দ লেগস্পিনার হওয়ায় অফস্পিনার গৌথমের জায়গায় সুযোগ পাচ্ছেন মুরুগান অশ্বিন। এই অবস্থায় কেদার যাদবের জায়গায় চেন্নাই সুপার কিংস দলে অনেকটাই বৈচিত্র্য আনবেন গৌথম।
৪. ক্রিস লিন
এই মুহুর্তে মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে কুইন্টন ডি কক ও রোহিত শর্মার দুরন্ত ওপেনিং পার্টনারশিপকে ভাঙতে চাইছে না ম্যানেজমেন্ট, যার জেরে বেঞ্চে রয়েছেন অস্ট্রেলিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস লিন। ওপেনিংয়ে কতটা ভয়ংকর লিন, তা তিনি দেখিয়েছেন কেকেআর-এর হয়ে। এই অবস্থায় শেন ওয়াটসনের জায়গায় অনায়াসে চেন্নাই সুপার কিংস দলে জায়গা করে নিতে পারতেন লিন।