ভারতের প্রাক্তন অধিনায়ক এবং এক সময়কার কোচ অজিত ওয়াদেকার গত বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুর আগে তাঁর ঠিক কি অসুস্থতা ছিল তা এখনো জানা যায় নি।
মূলত ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতকে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে নেতৃত্ব দেয়ার জন্য এই সাবেক অধিনায়ক সবার কাছে বিখ্যাত। একই বছর তাঁর নেতৃত্বে ইংল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতেছিল ভারত। খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে অবসর নেয়ার পর তিনি নব্বই দশকের শুরুর এবং শেষের দিকে ভারতীয় দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে।
দীর্ঘ ৮ বছরের টেস্ট ক্যারিয়ারে অজিত ওয়াদেকার ৩৭ টি ম্যাচ খেলে ২১১৩ রান করেছেন। তাঁর টেস্ট ব্যাটিং গড় ছিল ৩১.০৭। একটি শতকের পাশাপাশি ১৪ টি অর্ধশতক হাঁকিয়েছিলেন এই সাবেক তারকা ব্যাটসম্যান। ১৯৬৮ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ক্যারিয়ার সেরা ১৪৩ রানের ইনিংসটি খেলেছেন তিনি।
ভারতের ক্রিকেট ইতিহাসের প্রথম ওয়ানডে অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকার। মাত্র দুইটি ওয়ানডেতে ভারতকে প্রতিনিধিত্ব করে ৭৩ রান করেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি, প্রথম শ্রেণির ক্রিকেটে ব্যাট হাতে ১৫৩৮০ রান করেছিলেন তিনি। এই রান করতে তিনি ৩৬টি সেঞ্চুরি ও ৮৪টি হাফ সেঞ্চুরি হাঁকান। বল হাতেও প্রথম শ্রেনির ক্রিকেটে সফলতা পেয়েছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে ২১টি উইকেট রয়েছে তাঁর।
নব্বই দশকে ভারত জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করার সময় দলের নির্বাচক প্যানেলেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোক নেমে এসেছে ক্রিকেট পাড়ায়। টুইটারে টুইট করে অনেকেই শোক প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ মোদিও।
চলুন দেখে নিই এমন কিছু টুইটঃ
So many memories of Ajit Wadekar. None more powerful than leading India to series wins in 1971 in England and the West Indies. Much admired, much loved. Page in Indian cricket and in our memories.
— Harsha Bhogle (@bhogleharsha) August 15, 2018
With a heavy heart we bid adieu to Ajit Wadekar. The former India captain is no more. Cricketer, Coach, Manager and Chairman of Selectors – Mr Wadekar served Indian cricket in many different ways. pic.twitter.com/6zdFtleXB9
— BCCI (@BCCI) August 15, 2018
Ajit Wadekar will be remembered for his rich contribution to Indian cricket. A great batsman & wonderful captain, he led our team to some of the most memorable victories in our cricketing history. He was also respected as an effective cricket administrator. Pained by his demise.
— Narendra Modi (@narendramodi) August 15, 2018
A rare Cricketer, Captain, Coach, Manager and Chairman of Selectors – a truly great servant of Indian Cricket. Heartfelt condolences to family and loved ones. Om Shanti Ajit Wadekar Sir ?? pic.twitter.com/67UVcvJUK9
— Virender Sehwag (@virendersehwag) August 16, 2018
Sad moment for Indian cricket to lose one of its most successful captains. Shrewd to the core. Condolences to the entire family #TeamIndia #RIPAjitWadekar pic.twitter.com/0xC0fv3Ark
— Ravi Shastri (@RaviShastriOfc) August 15, 2018
Extremely sad to hear about the demise of Ajit Wadekar sir. May his soul rest in peace ??
— VVS Laxman (@VVSLaxman281) August 16, 2018
Extremely saddened by the news that former Indian cricket captain #AjitWadekar is no more. He led India to many historic victories! My condolences to the friends & family! RIP Sir, you will always be missed!
— Suresh Raina (@ImRaina) August 15, 2018
The year 1971: the year of Sam Manekshaw, Indira Gandhi, Rajesh Khanna, and Indian cricket. As captain of the victorious team, Ajit Wadekar was the man who became the face of Indian cricket’s first major overseas triumph. RIP
— Rajdeep Sardesai (@sardesairajdeep) August 15, 2018
#AjitWadekar sir .. such an iconic person..deeply saddened by his demise!! Sir was a father figure for me.. May his soul rest in peace! My Heartfelt Condolences to the family..@BCCI pic.twitter.com/xLMb2i82B2
— Mohammed Azharuddin (@azharflicks) August 15, 2018
Deeply saddened by the passing away of #AjitWadekar He was more than a coach to the entire team – a father figure and a shrewd tactician. My heartfelt condolences to his family and loved ones. He will be missed. Thank you Sir for the confidence shown in my ability! ?
— Anil Kumble (@anilkumble1074) August 16, 2018
Deeply saddened to hear about the demise of Ajit Wadekar Sir. He was someone who was instrumental in bringing out the best in us during the 90s. We’ll always be grateful for his advice and guidance. Praying for strength for his family during this difficult time. ? RIP pic.twitter.com/coSyac73ot
— Sachin Tendulkar (@sachin_rt) August 16, 2018
This is sad news.
The great Ajit Wadekar is no more.1971 was no less than a World Cup victory. Maybe more….
You will be missed dear captain.#AjitWadekar
— Boman Irani (@bomanirani) August 15, 2018
Look at me, thrilled to bits, sitting in the lap of the superstar Indian captain, thanks to my dad. ?#RIPAjitWadekar pic.twitter.com/gDdqtu9cZ4
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) August 16, 2018
Terribly saddened to hear of the passing of one of the finest gentlemen who ever played the game, Mr Ajit Wadekar, former Captain of India, who always had a kind word to say. I first met him as a schoolboy in 1971. RIP Ajit Wadekar, Sir. #AjitWadekar
— Alan Wilkins (@alanwilkins22) August 15, 2018