গাঙ্গুলী ও ধোনিকে ভুলে যাবেন, কোহলি ভারতের সেরা ওয়ানডে অধিনায়ক হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন! 1

বৃহস্পতিবার নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে প্রথম একদিনের আন্তর্জাতিক ওয়ানডেতে ইংল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ৩৯ তম জয় এটি। এই ২৯ বছর বয়সী ক্রিকেটার এখন ওয়েস্ট ইন্ডিয়ান গ্রেট ক্লাইভ লয়েড এবং অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিংয়ের পাশাপাশি অবস্থান করছেন।

গাঙ্গুলী ও ধোনিকে ভুলে যাবেন, কোহলি ভারতের সেরা ওয়ানডে অধিনায়ক হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন! 2

ওয়ানডে ক্রিকেটে সামগ্রিক জয়ের বিবেচনায় ভারতের এই অধিনায়ক এখন তালিকার এক নম্বর পজিশনে আছেন। তার প্রসিদ্ধ পূর্বসূরি সৌরভ গাঙ্গুলী এবং মহেন্দ্র সিং ধোনি এই তালিকায় তাঁর পেছনে রয়েছেন।

এখানে শীর্ষ পাঁচ জনের তালিকা দেয়া হলঃ

অধিনায়ক ম্যাচ সংখ্যা জয়ের শতকরা হার
বিরাট কোহলি ৫০ ৭৯.৫৯%
ক্লাইভ লয়েড ৮৪ ৭৭.৭১%
রিকি পন্টিং ২৩০ ৭৬.১৪%
হানসি ক্রনিয়ে ১৩৮ ৭৩.৭%
মাইকেল ক্লার্ক ৭৪ ৭০.৪২%

 

ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে কোহলির শুরুটা দারুণ ছিল। কিন্তু উপরে উল্লিখিত তালিকায় শীর্ষে থাকতে হলে তাকে দীর্ঘদিন এই হারে বিজয় ধরে রাখতে হবে। ২৫০ ম্যাচ নিয়ে অবশ্যই এখন পর্যন্ত পন্টিংই সর্বকালের সেরা।

বৃহস্পতিবার, রোহিত শর্মা এর দুর্দান্ত সেঞ্চুরি ম্যাচে ১০ ওভার বাকি থাকতেই ভারতকে জয়ের বন্দরে পৌছে দিয়েছে। মাত্র ৮২ বলের মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অধিনায়ক কোহলি ৭৫ রান করেন। কোহলি-রোহিত জুটি ২৫.১  ওভারে ১৭৭ রান সংগ্রহ করে। ভারত মাত্র ৪০.১ ওভারেই ২৬৯ রানের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। এই জয়ের মাধ্যমে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।

গাঙ্গুলী ও ধোনিকে ভুলে যাবেন, কোহলি ভারতের সেরা ওয়ানডে অধিনায়ক হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন! 3

এর আগে, ভারতের বামহাতি চাইনাম্যান স্পিনার মাত্র ২৫ রানের বিনিময়ে ইংল্যান্ডের ৬ উইকেট তুলে নেন। যার সাহায্য ভারত মাত্র ২৬৮ রানেই বেধে ফেলে স্বাগতিক ইংল্যান্ডকে। তবে ভারতীয় অধিনায়ক কোহলির থেকে ব্যাটিংয়ে আমন্ত্রণ পাওয়া ইংল্যান্ডের শুরুটা ভালোই ছিল। তাদের দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো স্বাগতিকদের পক্ষে ভালো শুরু এনে দেন। প্রত্যেকেই ৩৮ রান করে করেন। কিন্তু পরের ব্যাটসম্যানরা আর ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *