আইপিএল (IPL),বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় এবং আকর্ষিত এক ক্রিকেট লীগ। ভারতীয় ক্রিকেট বোর্ড প্রতিবছরের মতো এই বছরেও জনপ্রিয় এই ক্রিকেট লীগের আয়োজন করে ছিল ভারতের মাটিতে। সমস্ত রকম সুরক্ষা বিধি মেনে এই বছরের আইপিএল শুরু হয়েছিল কিন্তু পরবর্তীতে করোনা সংক্রমণ ক্রমশ বেড়ে চলাতে এই প্রতিযোগিতার বাকি ম্যাচগুলি দুবাইয়ের মাটিতে অনুষ্ঠিত করা হয় এবং এই বছর চেন্নাই সুপার কিংস ফাইনাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্স দলকে হারিয়ে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি বিজয়ী ঘোষিত হয়।
আগামী বছর বসতে চলেছে আইপিএল এর মেগা নিলামের আসর। এছাড়াও আগামী বছর আইপিএল এ আরো দুটি নতুন দলের সংযোজন হতে চলেছে এটা আমরা সবাই জানি এবং আগামী মেগা নিলামে প্রতিটা দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারকে নিলামে ছেড়ে দিতে হবে। সুতরাং ২০২২ এর মেগা নিলামে ২০১৮ সালের মেগা নিলামের থেকেও আকর্ষিত হতে চলেছে। আমরা এখানে এমন ৫জন ভারতীয় ক্রিকেটারকে আলোচনা করবো যারা ২০১৮ সালের আইপিএল মেগা নিলামে অবিক্রীত ছিলেন কিন্তু তাদের পারফর্মেন্সের ওপর তারা আগামী মেগা নিলামে বেশ মোটা বেতনে আইপিএল দল পেতে চলেছে সে কথা বলাই চলে।
ঋতুরাজ গায়কোয়ার্ড
এই তালিকার প্রথম নামটি হলো ঋতুরাজ গায়কোয়ার্ড যিনি এই বছর আইপিএল এ অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে অরেঞ্জ ক্যাপ বিজয়ী হয়েছেন। তরুণ এই ভারতীয় ক্রিকেটার ২০১৮ সালে কোনো আইপিএল দলে সুযোগ পাননি কিন্তু পরবর্তীতে তিনি চেন্নাই সুপার কিং দলের হয়ে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছেন। তাই আশা করা যাচ্ছে আগামী মরসুমে তিনি বেশ মোটা টাকার বেতন পেতে চলেছেন।