প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে তারা একদিন নিজেদের দেশের সিনিয়র দলের হয়ে ক্রিকেট মাঠে অভিষেক করবেন। ক্রিকেট ইতিহাসে আমরা অনেক ক্রিকেটারকেই দেখতে পাই যারা অনুর্ধ-১৯ ফরম্যাটে ভালো পারফর্ম করার পরেও সিনিয়র দলের হয়ে অভিষেক করতে পারেননি আবার এমন ক্রিকেটারকেও দেখা গেছে যাদের ঘরোয়া ক্রিকেটে অসাধারন পারফর্মেন্সের নিরিখে তাদের জন্য জাতীয় দলের হয়ে সিনিয়র লেভেলের রাস্তা খুলে গেছে।
সদ্য সমাপ্ত t20 বিশ্বকাপের পরেই বিরাট কোহলি ভারতীয় অধিনায়ক হিসাবে t20 ফরমেট থেকে নিজের অধিনায়কত্ব সরিয়ে নিয়েছেন বর্তমানে তিনি শুধু টেস্ট এবং একদিবসীয় ক্রিকেটের ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। ঠিক এর পাশাপাশি ভারতীয় দল তাদের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়কে পেয়েছে। ভারতীয় টীম ম্যানেজমেন্ট t20 ফরম্যাটের জন্য রোহিত শর্মাকে অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে, যিনি তার অভিষেক অধিনায়ক ম্যাচেই নিউজিল্যান্ড দলকে প্রথম t20 ম্যাচে হেলায় হারিয়ে দিয়েছেন। ভরতীয় টীম ম্যানেজমেন্ট নিউজিল্যান্ড সিরিজের জন্য বেশ কিছু তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়েছে। আমরা এখানে আজ এমন ৫জন তরুণ ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা কোচ রাহুল দ্রাবিড় জামানায় ভারতীয় সিনিয়র দলে সুযোগ পাবার আশা রাখে।
দেবদূত পাদিক্কেল
তরুণ ভারতীয় ওপেনার ব্যাটসম্যান যিনি এই বছর শ্রীলংকা সফরে ভারতীয় দলের হয়ে t20 ফরম্যাট দিয়ে নিজের আন্তর্জাতিক অভিষেক করেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান বিগত কয়েক বছর ধরে ভারতীয় ঘরোয়া ক্রিকেট এবং আইপিএল এর মতো বিশ্বমানের ক্রিকেট লীগ দাপিয়ে বেড়াচ্ছেন। পাদিক্কেল আইপিএল দল আরসিবি দলের একজন নির্ভরযোগ্য ক্রিকেটার যিনি তার অসাধারণ পারফর্মেন্স দেখিয়ে সারা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন। যেহেতু তিনি ভারতীয় ক্রিকেটের হয়ে সিনিয়র দলে এখনো নিজের নাম লেখাতে পারেননি তাই এটাই মনে করা হচ্ছে রাহুল দ্রাবিড়ের কোচিং জামানায় তিনি খুব তাড়াতাড়ি ভারতীয় সিনিয়র দলে সুযোগ পেতে পারেন।