বিশ্বকাপের জন্য যোগ্য ছিল আইপিএলে নজরকাড়া পাঁচ ক্রিকেটার ! 1

একদিকে রমরমিয়ে চলছে আইপিএল, প্রতিদিন একের পর এক উত্তেজনা ভরপুর ম‍্যাচের সাক্ষী থাকছি আমরা।ঠিক তার অন‍্যদিকে দোড়গোড়ায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসের মাটিতে বসতে চলেছে ক্রিকেটের বিশ্বযুদ্ধের আসর। অর্থাৎ ক্রিকেট প্রেমীদের কাছে এযেন এক স্বর্নালী মুহূর্ত। সম্প্রতি ঘোষিত হয়েছে এবারের ভারতের বিশ্বকাপ দল। চেনা ,অচেনা মুখের ভিড় এবারের দলে।এদিকে আইপিএলে ও বেশ কিছু ভারতীয় ক্রিকেটারদের প‍্যারফরমেন্স ক্রিকেট প্রেমীদের চোখ ধাধিয়েছে।এমনই পাঁচ ভারতীয় ক্রিকেটার যাদের এবছর আইপিএলে প‍্যারফরমেন্স নজর কারা অথচ চোখে পড়েননি নির্বাচকমন্ডলীর ।

এখনে দেখে নিন সেরা পাঁচ ক্রিকেটারের তালিকা

 

১. নভদীপ সাহানিবিশ্বকাপের জন্য যোগ্য ছিল আইপিএলে নজরকাড়া পাঁচ ক্রিকেটার ! 2এবছর আইপিএলের সেরা আবিষ্কার বলা চলে এই তরুণ এই পেসারকে।বিপক্ষের ব‍্যাটসম‍্যানদের বলের গতিতে ভেলকি দেখাচ্ছেন তিনি।বলা যায় দীর্ঘ সময় বাদে ভারতীয় ক্রিকেট একজন বোলার পেল যে ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বল করতে পারে।শোনা যাচ্ছে তাকে রিজার্ভ বোলার হিসেবে নিয়ে যাওয়া হতে পারে ইংল্যান্ডে।

২. রবিচন্দ্রন অশ্বিনবিশ্বকাপের জন্য যোগ্য ছিল আইপিএলে নজরকাড়া পাঁচ ক্রিকেটার ! 3

বিশ্বকাপের দলের তালিকা প্রকাশ পাওয়ার পর প্রথম যে কয়েকজন ক্রিকেটারের দলে না থাকায় অবাক হয়েছেন অনেকেই তাদের মধ্যে অন‍্যতম অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।এবছর আইপিএলে কিংস ইলেভেন পান্জাবের হয়ে দুরন্ত খেলছেন তিনি।যদিও এবারের বিশ্বকাপের দলে সুযোগ হয়নি তার।

৩. সন্জু স‍্যামসনবিশ্বকাপের জন্য যোগ্য ছিল আইপিএলে নজরকাড়া পাঁচ ক্রিকেটার ! 4

তার ব‍্যাটিং স্কিল নিয়ে কোনও কথা হবেনা ।তাকে যদি সুযোগ দেওয়া হতো তাহলে এবারের বিশ্বকাপে ভারতের মিডল অর্ডার আরও পোক্ত হতো বলেই মনে করছেন অনে কে।পাশাপাশি তাকে দিয়ে করানো যেত উইকেট কিপিং।কথা বলছি সন্ছু স‍্যামসনের।সাম্প্রতিক সময়ে রাজস্থানের হয়ে দুরন্ত পারফরম্যান্স করতে দেখা গেছে আইপিএলে।এমনকি একটি সেন্চুরি ও আছে তার ।

৪. শ্রেয়স আইয়ারবিশ্বকাপের জন্য যোগ্য ছিল আইপিএলে নজরকাড়া পাঁচ ক্রিকেটার ! 5এবছর দিল্লির দলটিকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স।শুধু তাই নয় সেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি ব‍্যাট হাতেও টিমকে নিরাপত্তা এনে দিচ্ছে এই ক্রিকেটার ।দলের হয়ে প্রতি ম‍্যাচেই রান করছেন এই ক্রিকেটার।এবছর আইপিএলে অরেন্জ ক‍্যাপের অন‌্যতম দাবিদার তিনি।শুধু আইপিএল নয়,ঘরোয়া ক্রিকেটেও আইয়ারের পারফরম্যান্স এবছর নজর কাড়া।সাম্প্রতিক সময়ে তৈরী হওয়া দলের ৪ নম্বর স্থানটিতে তাকে ভেবে দেখতেই পারতো বিসিসিআই।

৫. দীপক চাহারবিশ্বকাপের জন্য যোগ্য ছিল আইপিএলে নজরকাড়া পাঁচ ক্রিকেটার ! 6সাম্প্রতিক সময়ে যেকয়েকজনভারতীয় বোলারের প‍্যারফরমেন্স নজর কেড়েছে তাদের মধ্যে অন‍্যতম একজন দীপক চাহার।আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুরন্ত পারফরম্যান্স তার।ইতিমধ্যে হয়ে উঠেছেন ধোনির দলের ডেথ ওভারের গুরুত্বপূর্ণ বোলার।বোলিংয়ের পাশাপাশি ব‍্যাটিং টাও ভালো পারেন চাহার‌।তার কথা একবার ভেবে দেখতেই পারতো নির্বাচকরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *