বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চিত এবং আকর্ষিত টি-২০ ক্রিকেট লীগগুলির মধ্যে অন্যতম এবং প্রধান লীগ হলো আইপিএল (IPL 2022)। আইপিএল যেমন জনপ্রিয় ঠিক তেমনি ধনী ক্রিকেট লীগ হিসাবেও পরিচিত। আইপিএল এর জনপ্রিয় সারা বিশ্ব এতটাই যে বিশ্বের প্রায় প্রতিটি কোন থেকে ক্রিকেটাররা এই প্রতিযোগিতাতে অংশগ্রহন করার জন্য মুখিয়ে থাকে। ক্রিকেটারদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে ক্রিকেট ফ্যানরাও এই রোমাঞ্চকর প্রতিযোগিতার প্রতি ক্রমশ আকর্ষিত হয়ে চলেছে।
ক্রিকেটের মঞ্চে উইকেটকিপারের ভূমিকা অপরিসীম, তারা যেমন উইকেটের পেছনে দাঁড়িয়ে যেকোনো সিদ্ধান্ত ভালো ভাবে নিতে পারে ঠিক তেমনি ব্যাট হাতেও দলের প্রয়োজনে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস উপহার দিতে প্রস্তুত থাকেন। এখানে আমরা আজ এমন ৫ জন উইকেটকিপার এবং পাশাপাশি বিধ্বংসী ব্যাটসম্যানদের নিয়ে আলোচনা করবো যাদের নিলাম থেকে কেনার জন্য আইপিএল দলগুলি মোটা টাকা খরচ করতে চলেছে।
Read More: IPL 2022 Mega Auction: নিজেরদের ছেড়ে দেওয়া খেলোয়াড়দেরই টার্গেট করতে পারে আরসিবি
কুইন্টন ডি কক
সাউথ আফ্রিকান (South African) ওপেনার ব্যাটসম্যান তথা নির্ভরযোগ্য উইকেটকিপার ব্যাটসম্যান হলেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। বাঁহাতি এই বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এর হয়ে বেশ কিছু ম্যাচ জেতানো ইনিংস উপহার দিয়েছেন। কিন্তু মুম্বাই আগামী মরসুমের জন্য তাকে নিলামে ছেড়ে দেওয়াতে বাকি আইপিএল দল গুলি তাকে নেবার জন্য বেশ মোটা টাকা খরচ করতে চলেছে বলে মনে করা হচ্ছে।