আইপিএল, বিশ্ব ক্রিকেটের সব থেকে জনপ্রিয় এবং আকর্ষিত একটি ক্রিকেট লীগ। বিশ্ব ক্রিকেটের এই ধনী ক্রিকেট লীগ এ অংশগ্রহন করার জন্য বিশ্বের প্রতিটি ক্রিকেটার অপেখ্যা করে থাকে। যেহেতু আইপিএল হলো টি-২০ ফরম্যাটের একটি অংশ তাই প্রতিটা ক্রিকেটার চায় নিজেদের প্রতিভাকে প্রমান করার জন্য আইপিএল এর মঞ্চকে বেছে নিতে। বর্তমান ক্রিকেট বিশ্বে এমন বহু তরুণ উদীয়মান ক্রিকেটার আছেন যারা আইপিএল এর মঞ্চ থেকে নিজেদের অসাধারণ প্রতিভা দেখিয়ে এখন বিশ্ব ক্রিকেট কাঁপিয়ে বেড়াচ্ছেন।
অনূর্ধ-১৯ হলো এমন একটি মঞ্চ যার মাধ্যমে প্রতিটা ক্রিকেটারের কাছে সুযোগ থাকে নিজেদের দেশের হয়ে সিনিয়র দলে পদার্পন করতে পারেন। আইপিএল এর ইতিহাসে আমরা বহু অনূর্ধ-১৯ ক্রিকেটারদের দেখেছি যারা আইপিএল এর মঞ্চে অসাধারণ পারফর্মেন্স করে নিজেদের দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক করে বিশ্ব ক্রিকেট দাপিয়ে বেড়াচ্ছেন। আমরা এখানে ৫ জন ভারতীয় অনূর্ধ-১৯ ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা বর্তমানে দেশের হয়ে অনূর্ধ-১৯ বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স করে চলেছেন এবং তারা আগামী নিলামে আইপিএল দলগুলির হয়ে বড়ো বড়ো দর হাঁকানোর জন্য প্রস্তুত হয়ে রয়েছেন বলে মনে করা যাচ্ছে।
অংকৃষ রঘুবংশী
১৬ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান অংকৃষ রঘুবংশী চলতি অনূর্ধ-১৯ বিশ্বকাপে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স দেখিয়ে চলেছেন। ডানহাতি এই ওপেনিং ভারতীয় ব্যাটসম্যান এই টুর্নামেন্টে এখনো অব্ধি তৃতীয় সর্বোচ্য রান শিকারির মালিক এবং উগান্ডার বিরুদ্ধে তার অনবদ্য শতরানের ইনিংস দেখিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে। আশা করা যাচ্ছে এই ব্যাটসম্যান এই বছর আইপিএল নিলামে বেশ ভালো দাম পেতে পারেন।