IPL 2022 Auction: পাঁচজন দুর্দান্ত ক্রিকেটার, যারা আইপিএল মেগা নিলামে তাদের বেস মূল্যে বিক্রি হতে পারে !! 1

ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এবং ধনী ক্রিকেট লীগ হলো আইপিএল (IPL)। এই প্রতিযোগিতার জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে যার ফলে বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে নাম না জানা ক্রিকেটাররা এই প্রতিযোগিতাতে অংশগ্রহন করার জন্য অপেক্ষায় বসে রয়েছে। ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট প্রেমীরাও এই প্রতিযোগিতার ওপর ক্রমশ আরো বেশি আকর্ষিত হয়ে পড়েছে। তাই আইপিএল কে বিশ্বের দরবারে আরো বেশি বেশি আকর্ষিত করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইপিএল পরিচালন কমিটি ক্রমশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।IPL 2022 Auction: পাঁচজন দুর্দান্ত ক্রিকেটার, যারা আইপিএল মেগা নিলামে তাদের বেস মূল্যে বিক্রি হতে পারে !! 2

এই বছর ফেব্রুয়ারী মাসে বসতে চলেছে আইপিএল এর মেগা নিলাম। মেগা নিলামের নিয়ম অনুযায়ী এই বছর আইপিএল এর ৮টি দল তাদের দলের ৫জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারকে নিলামে ছেড়ে দিয়েছে তাই এই বছর নিলামে বেশ কিছু তারকা ক্রিকেটারকে লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু অধিকাংশ ক্রিকেটার এই বছর নিলামে উঠেছে তাই আমরা এখানে এমন ৫জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা এই আইপিএল এ নিজেদের মূল মূল্যে বিক্রি হতে পারেন বলে মনে করা যাচ্ছে।

উমেশ যাদব

IPL 2022 Auction: পাঁচজন দুর্দান্ত ক্রিকেটার, যারা আইপিএল মেগা নিলামে তাদের বেস মূল্যে বিক্রি হতে পারে !! 3

ভারতীয় ফাস্ট বোলার যিনি আইপিএল এর পাশাপাশি ভারতীয় দলের হয়ে নিয়মিত পারফর্ম করে চলেছেন। ডানহাতি অভিঘ্য এই পেস বোলার সম্প্রতি t20 ফরম্যাটে সেই ভাবে প্রদর্শন করে দেখতে পারেননি এছাড়াও তিনি এই মেগা নিলামে অংশগ্রহন করেছেন। তাই তার এই পারফর্মেন্সের ওপর ভিত্তি করে তার মূল মূল্য ২কোটি টাকার বিনিময়ে তিনি নতুন কোনো আইপিএল দলে যোগদান করবেন বলে মনে করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *