Krunal Pandya, kkr
Krunal Pandya | Image: Getty Images

বিশ্ব ক্রিকেটের রোমাঞ্চিত এবং আকর্ষিত টি-২০ প্রতিযোগিতার গুলোর মধ্যে অন্যতম হলো আইপিএল। একাধারে যেমন আইপিএল (IPL) সর্বাধিক জনপ্রিয় তার পাশাপাশি এটি সর্বাধিক ধনী ক্রিকেট লীগ। আগামী বছরের আইপিএল আরো আকর্ষিত হতে চলেছে তার অন্যতম কারণ হলো আগামী আইপিএল এ মেগা নিলাম অনুষ্ঠিত হবে যেখানে প্রতিটা দল তাদের দলের যেকোনো ৪ জন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে এবং বাকি সমস্ত ক্রিকেটারদের নিলামে তুলে দিতে হবে। এছাড়াও আগামী আইপিএল এ আরো দুটি নতুন আইপিএল দলের সংযোজন করা হচ্ছে।

IPL 2022: পাঁচ দুর্দান্ত অলরাউন্ডার, যাদের উপর আইপিএল মেগা নিলামে হবে টাকার বৃষ্টি 1

ক্রিকেটের মঞ্চে অলরাউন্ডারদের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে যা একটি দলকে ম্যাচ জেতাতে যথেষ্ট সাহায্য করে থাকে। আইপিএল এর মঞ্চেও আমরা বহু অলরাউন্ডারদের দেখেছি যারা এক হাতে বহু ম্যাচ জিতিয়েছেন তা সে অসাধারণ ব্যাটিং পারফর্মেন্স করেই হোক অথবা অসাধারণ বোলিং পারফর্মেন্স করে। আমরা এখানে এমন ৪জন অলরাউন্ডারকে নিয়ে আলোচনা করবো যাদেরকে নেবার জন্য আইপিএল দল গুলি প্রচুর টাকা খরচ করতে পারে বলে মনে করা যাচ্ছে।

Read More: বিরাট কোহলিকে অনেক আগে থেকেই সরানোর পরিকল্পনা ছিল সৌরভ-জয় শাহদের !!

ক্রিস মরিস

IPL 2022: পাঁচ দুর্দান্ত অলরাউন্ডার, যাদের উপর আইপিএল মেগা নিলামে হবে টাকার বৃষ্টি 2

ডানহাতি সাউথ আফ্রিকান (South African) অলরাউন্ডার ক্রিস মরিস (Chris Moris) এই বছর বেশ মোটা টাকার বিনিময়ে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) এ যোগদান করেন। এই বছর আইপিএল এর প্রথম ভাগে তিনি দলের হয়ে না খেললেও আইপিএল এর দ্বিতীয় ভাগে বেশ কয়েকটি ম্যাচ তিনি খেলেছিলেন কিন্তু সেই ভাবে পারফর্মেন্স করে দেখাতে পারেনি। আগামী নিলামের আগে তাই রাজস্থান রয়্যালস তাকে নিলামে ছেড়ে দিয়েছে তাই আসার যাচ্ছে অসাধারণ এই অলরাউন্ডারকে পেতে অনেক আইপিএল দল বেশ মোটা টাকা খরচ করতে পারে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *