আধুনিক যুগের ক্রিকেট হলো ৩টি ফরম্যাটের খেলা টেস্ট,ওয়ানডে এবং t20। বিশ্ব ক্রিকেটের প্রতিটা ক্রিকেটার এই ৩টি ফরম্যাটের মধ্যে একটিতে অভিষেক করে থাকেন। এই ৩টি ফরম্যাটের মধ্যে একদিবসীয় ফরম্যাট হলো একটু লম্বা এবং আকর্ষণীয় ফরম্যাট যেখানে ব্যাটসম্যান অল্প সময় নিয়ে বড়ো বড়ো রান করতে সক্ষম হন। t20 ফরম্যাট হলো আধুনিক ক্রিকেটের সব থেকে আকর্ষণীয় এবং ছোটো ফরম্যাট যেখানে প্রতিটা ব্যাটসম্যান চায় বোলারদের শাসন করতে। আমরা এখানে এমন ৫ জন ক্রিকেটারদের নিয়ে আলোচনা করবো যারা ছয় মেরে নিজেদের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শুরু করেছিলেন।
জোহান লু
সাউথ আফ্রিকা দলের ক্রিকেটার জোহান লু ২০০৮ সালে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। তিনি সাউথ আফ্রিকা দলের দলের হয়ে ৩টি একদিবসীয় ম্যাচ খেলেছিলেন। অভিষেক ম্যাচে একদম শেষে অর্থাৎ ৯ নাম্বার এ ব্যাট করতে নামেন তিনি এবং ব্যাট হাতে বাংলাদেশী বোলার সাকিব এর প্রথম বলেই ৬ মারেন।