বেশ কিছুদিন আগেই শেষ হয়েছে এই বছরের আইপিএল প্রতিযোগিতা। বিশ্বের রোমাঞ্চিত এবং আকর্ষিত এই ক্রিকেট লীগের জনপ্রিয়তা এতটাই যে এই বছর করোনা আবহয়ে এই প্রতিযোগিতা স্তগিত হয়ে গেলেও পরবর্তীতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই প্রতিযোগিতার চাহিদার কথা মাথায় রেখে পুনরায় দুবাইয়ের মাটিতে সেটিকে সম্পর্ণ করে। আইপিএল এর জনপ্রিয়তা এতটাই বিশ্বজোড়া যার জন্য সমগ্র বিশ্বের বিভিন্ন্য প্রান্ত থেকে নাম না জানা ক্রিকেটাররাও এই প্রতিযোগিতায় অংশগ্রহন করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে থাকে।
আগামী বছর আইপিএল শুরুর আগেই বসতে চলেছে আইপিএল এর মেগা নিলামের আসর। এই মেগা নিলামে প্রতিটি দল তাদের দলের গুরুত্বপূর্ণ ৪ জন ক্রিকেটারকে ধরে রেখে বাকি সমস্ত ক্রিকেটারকে নিলামে ছেড়ে দিয়েছে। নিলামে সে সমস্ত ক্রিকেটারদের তালিকা প্রকাশ হয়েছে তাতে করে এটা বলাই যাচ্ছে যে আগামী মেগা নিলামে বেশ কিছু ভারতীয় এবং বিদেশী তারকা ক্রিকেটাররা আবার নতুন আইপিএল দল পেতে চলেছে। আমরা এখানে আজ এমন ৫জন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করবো যারা দীর্ঘ্য ৫বছর আগে চেন্নাই সুপার কিংস দলের অন্যতম সদস্য ছিলেন কিন্তু এই মেগা নিলামে তারা আবার অন্য দল থেকে চেন্নাই শিবিরে যোগদান করতে পারেন বলে মনে করা যাচ্ছে।
জেসন হোল্ডার
ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার তার আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন চেন্নাই সুপার কিংসের হয়ে কিন্তু পরবর্তীতে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ দলে যোগদান করেন। বিগত কয়েকটি মরসুমে হোল্ডার হায়দ্রাবাদ দলের হয়ে অসাধারণ অলরাউন্ড পারফর্মেন্স করে দেখিয়েছেন। কিন্তু আগামী মরসুমের জন্য হায়দ্রাবাদ দল তাকে নিজেদের দলে ধরে রাখেনি, তাই আশা করা যাচ্ছে হোল্ডার আবার তার পুরোনো দল চেন্নাই সুপার কিংসে যোগদান করতে পারেন।