রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 1

প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটার তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে থাকে ঘরোয়া ক্রিকেট। আর দেশটা যদি হয়ে থাকে ভারত তাহলে সবার আগে ঘরোয়া যে লিগের নামটি উঠে আসে সেটি হলো ‘রঞ্জি ট্রফি’। ভারতের প্রথম টেস্ট ক্রিকেটার রণজিৎ সিং এর নামে শুরু হওয়া প্রথম শ্রেণির মর্যাদা পাওয়া এই লিগে ভারতের প্রতিটি অঙ্গরাজ্য থেকে অংশগ্রহণ করে থাকে দলগুলো।

রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 2

সর্বকালের সেরাদের তালিকায় থাকা কিংবদন্তী ক্রিকেটার শচীন তেন্ডুলকর ঘরোয়া ক্রিকেটের অন্যতম সেরা আসর রঞ্জি ট্রফিতে খেলেছেন ৩৮টি ম্যাচ। যেখানে তিনি হাঁকিয়েছিলেন ১৮টি শতক এবং ১৯টি অর্ধশতক। সবমিলিয়ে তাঁর ব্যাটিং গড় ছিল প্রায় ৮৫। অন্যদিকে রঞ্জি ট্রফিতে শচীনের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল অপরাজিত ২৩৩ রান।

এবার দেখে নেওয়া যাক এমন পাঁচজন ব্যাটসম্যানের তালিকা যারা রঞ্জি ট্রফিতে শচীনের চেয়ে মনোমুগ্ধকর পারফরম্যান্স করেছিলেন। যদিও জাতীয় দলের হয়ে দেশকে প্রতিনিধিত্ব করতে পারেননি তাঁরা।

৫. আজম মজুমদার

রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 3

অন্ধ্র প্রদেশ এবং আসামের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বমোট ১৭১টি ম্যাচ খেলা এই ক্রিকেটারের ব্যাট থেকে এসেছে ১১২৬৭ রান। এক ইনিংসে তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ রান ২৬০*। ৩০টি সেঞ্চুরি ও ৬০টি হাফ সেঞ্চুরির মালিক এই ব্যাটসম্যান তাঁর ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে রান করেছেন ৪৮.১৩ গড়ে। রঞ্জি ট্রফিতে মজুমদারের করা ৯৯০২ রানের পাশে শচীনের করা ৪২৮১ রান একটু বেমানানই দেখায়।

৪. দেভেন্দ্র বান্ডেলা

রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 4

১৬৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা মধ্য প্রদেশের ক্রিকেটার দেভেন্দ্র ৪৩.৬৪ গড়ে রান করে নিজের সংগ্রহের খাতায় লিখিয়েছেন ১০০০০ এর অধিক রান। ৪১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার রঞ্জি ট্রফিতে ব্যাট হাতে করেছেন ৯২০১ রান। শচীন জাতীয় দলে বিরতিহীনভাবে ক্রিকেট খেলে গেলেও দুর্ভাগ্যবসত জাতীয় দলের জার্সি গায়ে জড়াতে পারেননি বান্ডেলা।

৩. মিথুন মানহাস

রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 5

আইপিএলে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ডেয়ারডেভিলস এর মত নামীদামী দলের হয়ে ক্রিকেট খেলে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পেলেও ব্যর্থ ছিলেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচ খেলে ৪৫.৮২ গড়ে ৯৭১৪ রান করেছেন এই ব্যাটসম্যান। যেখানে রঞ্জি ট্রফিতে তাঁর সংগ্রহ ৮৫৫৪ রান।

২. অমরজিত কাইফ

রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 6

ঘরোয়া ক্রিকেটের আসর রঞ্জি ট্রফিতে ৭৬২৩ রান করা ব্যাটসম্যান অমরজিত প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ১১৭টি ম্যাচ। পাঞ্জাবের এই ক্রিকেটার ৫২.২৭ গড়ে সর্বমোট করেছেন ৭৮৯৪ রান। তাঁর ক্যারিয়ার সেরা ইনিংসটি ছিল অপরাজিত ২১০ রানের।

১. পঙ্কজ ধর্মানী

রঞ্জি ট্রফিতে শচীনকেও ছাড়িয়ে গিয়েছেন যে পাঁচজন ব্যাটসম্যান 7

১৯৯৬ সালে আকাশী-নীল জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একমাত্র আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলা পঙ্কজ ঐ ম্যাচে ৮ রান করার পাশাপাশি উইকেটের পেছনে গ্লাভস হাতে করেছিলেন চারটি ডিসমিসাল। ১৪৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এই ক্রিকেটার তাঁর ঘরোয়া ক্রিকেটের ক্যারিয়ারে ৫০ এর বেশি গড়ে রান করেছেন ৯৩১২। তাঁর এই রান করার ক্ষেত্রে অবদান ছিল ২৬টি সেঞ্চুরি এবং ৪২টি হাফ-সেঞ্চুরির। রঞ্জি ট্রফিতে ৭৬২১ রান করলেও জাতীয় দলের হয়ে একটি টেস্ট ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

Nazmus Sajid

Sports Fanatic!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *