দেশে ফিরে যাওয়া বিরাটের পাশে দাঁড়ালেন ফারুখ ইঞ্জিনিয়ার, পুরোনোপন্থীদের দিলেন ঠুকে 1

অস্ট্রেলিয়া সফরের কয়েক মাস আগে থেকে জানা ছিল, প্রথম টেস্টের পর নিজের সন্তানসম্ভবা স্ত্রী অনুষ্কা শর্মার পাশে থাকার জন্য দেশে ফিরে যাবেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। সেই মত অ্যাডিলেডে প্রথম টেস্টে লজ্জার হারের পরেও দেশে ফিরে গিয়েছেন ক্যাপ্টেন কোহলি। আর এই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন সুপারস্টার এই ক্রিকেটার।

দেশে ফিরে যাওয়া বিরাটের পাশে দাঁড়ালেন ফারুখ ইঞ্জিনিয়ার, পুরোনোপন্থীদের দিলেন ঠুকে 2

প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই, যার মধ্যে রয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোহলির দেশে ফিরে যাওয়া নিয়ে সমালোচনা করেছেন। অনেকেরই মত, দল যখন এমন শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে এমন খারাপ পারফর্মেন্স করছে, তখন দেশে না ফিরে গিয়ে খেলার বিষয়ে মনোযোগ দেওয়া উচিত কোহলির। তার উপর, তিনি জাতীয় দলের অধিনায়ক।

দেশে ফিরে যাওয়া বিরাটের পাশে দাঁড়ালেন ফারুখ ইঞ্জিনিয়ার, পুরোনোপন্থীদের দিলেন ঠুকে 3

আবার অনেকেই, যার মধ্যে রয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব, পাশে দাড়িয়েছেন বিরাট কোহলির। এবার এই পুরোনোপন্থী সমালোচকদের এক হাত নিলেন কিংবদন্তী ভারতীয় উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার। তিনি স্পষ্ট জানিয়েছেন, এটি কোহলির ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তে কোনওরকম ভুল নেই।

দেশে ফিরে যাওয়া বিরাটের পাশে দাঁড়ালেন ফারুখ ইঞ্জিনিয়ার, পুরোনোপন্থীদের দিলেন ঠুকে 4

সোশ্যাল মিডিয়ায় বিরাটের দেশে ফিরে যাওয়া নিয়ে একাধিক ট্রোল শুরু হয়েছেন। সেটির বিরুদ্ধে আওয়াজ তুলেছেন ফারুখ ইঞ্জিনিয়ার। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট স্পোর্টসকিড়াকে দেওয়া সাক্ষাৎকারে ফারুখ ইঞ্জিনিয়ার বলেছেন, “বিরাট কোহলিকে ট্রোল করা নিয়ে আমি অসহমত। উনি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে নিজের প্রথম সন্তানের জন্মের সময় তিনি স্ত্রীয়ের পাশে থাকবেন। আমরা পুরোপুরি দক্ষিণ আমেরিকার ফুটবলের মত, ওরা খুবই আবেগপ্রবণ ওদের ফুটবল নিয়ে, আর আমরাও ক্রিকেট নিয়ে উৎসাহী। যদি আমরা বিদেশে হারি বা অন্যকিছু, পরের দিনই আমাদের বাড়িতে আগুন লেগে যাবে। কিন্তু ঠিক তাঁর পরের দিনই আপনি যদি ভালো খেলেন, তাহলে আপনাকে মগডালে তুলে দেওয়া হবে। আপনি তখন ভগবান। এত বেশি আবেগপ্রবণ আমরা। আপনি কিছুই করতে পারবেন না।”

দেশে ফিরে যাওয়া বিরাটের পাশে দাঁড়ালেন ফারুখ ইঞ্জিনিয়ার, পুরোনোপন্থীদের দিলেন ঠুকে 5

এদিকে তিনি নিজে এই পরিস্থিতিতে থাকলে দেশকে আগে রেখেছেন ইঞ্জিনিয়ার, যদিও বিরাটের সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সমর্থন করছেন তিনি। এই নিয়ে তিনি বলেছেন, “আমি হয়ত দেশের হয়েই খেলতাম, বিশেষ করে যখন প্রথম ম্যাচে দল খুব ভালো কিছু করতে পারেনি। আমার ভাবনা দেশের জন্যই থাকত। কিন্তু আমি বিরাট কোহলিকে দোষ দেব না যেহেতু উনি ওনার পরিবারের সাথে রয়েছেন। এটাই এখন আধুনিক ট্রেন্ড।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *