প্রতিটা ম‍্যাচ তার কাছে " কাম‍ব‍্যাক " এর মতো, মনে করেন এই ভারতীয় ক্রিকেটার 1

সব কিছু ঠিকঠাক থাকলে ভারতীয় ক্রিকেট দলের হয়ে ওপেন করতে দেখা যেতো তাকে, কিন্তু এমনটা হয়নি এমনকি পরবর্তী সময়ে রাজ‍্যের দলে সুযোগ পাওয়া কঠিন হয়ে দাড়ায় এই ক্রিকেটারের কাছে।সম্প্রতি তাই দিল্লি থেকে উত্তরাখন্ডের হয়ে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছিলেন উন্মুক্ত চাঁদ। ২০১০ সালে ১৭ বছর বয়সে গুজরাটের বিপক্ষে ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয় উন্মুক্তের।প্রথম ম‍্যাচে ৩৫ রান করলেও সকলের নজর কেড়েছিলেন তিনি। প্রসঙ্গত, দিল্লির হয়ে শেষ ম‍্যাচটি এই ক্রিকেটার খেলেছিলেন ২০১৭ সালে।

প্রতিটা ম‍্যাচ তার কাছে " কাম‍ব‍্যাক " এর মতো, মনে করেন এই ভারতীয় ক্রিকেটার 2

২০১২ সালে অধিনায়ক হিসেবে ভারতের অনুর্ধ – ১৯ দলকে বিশ্বকাপ এনে দিয়ে রাতারাতি খবরের শিরোনামে উঠে আসেন তিনি। এমনকি সেইবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে তিনি খেলেন ১১১ রানের ইনিংস।এরপর দেশের প্রাক্তন এবং বর্তমান বিভিন্ন ক্রিকেটার তার তীব্র প্রশংসা করেন, এবং মনে করা হয় এবং তাকেই মনে করা হয় আগামী দিনের ভবিষ্যৎ।

যদিও হঠাৎই এক লহমায় সব কিছু কেমন যেনো বদলে যায়।এই মুহূর্তে রন্জী ট্রফিতে উত্তরাখন্ডকে নেতৃত্ব দেওয়ার মধ্যে দিয়ে নিজেকে উদ্ধারের চালাবেন তিনি।ইতিমধ্যে দিল্লির তরফে ছাড়পত্র দেওয়া হয়েছে তাকে।

প্রতিটা ম‍্যাচ তার কাছে " কাম‍ব‍্যাক " এর মতো, মনে করেন এই ভারতীয় ক্রিকেটার 3

সম্প্রতি এবিষয়ে মুখ খুললেন এই ভারতীয় ক্রিকেটার।জানিয়েছেন এমন একটা বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তারপক্ষে সত্যি খুব কঠিন একটা বিষয়ে ছিলো, কিন্তু শেষ অবধি নিজের ভবিষ্যৎ এর কথা ভেবে এমনটা করতে হলো।

” দিল্লি ছেড়ে যাওয়াটা বরাবরই একটা আবেগপ্রবণ বিষয়ে আমার কাছে।আমি বরাবর দিল্লির ছেলে।তবে এমন ধরনের বিষয় গুলো কখনও প্ল‍্যান করা থাকে না।আমি দারুন উপভোগ করেছি দিল্লির হয়ে খেলাটা।অনেক কিছু শিখেছি।একরাশ স্মৃতি জড়িয়ে আছে আমার এখানে।সতীর্থ হিসেবে পেয়েছি ধাওয়ান, শেহওয়াগ, গম্ভীর এবং ইশান্ত কে।কখনও কখনও কিছু খারাপ স্মৃতি তৈরি হয়, কিন্তু তা কখনও ভালো গুলোর উর্ধ্বে যেতে পারে না ” মন্তব্য চাঁদের।

প্রতিটা ম‍্যাচ তার কাছে " কাম‍ব‍্যাক " এর মতো, মনে করেন এই ভারতীয় ক্রিকেটার 4

ইতিমধ্যে উত্তরাখন্ড কে নেতৃত্ব দেওয়ার মানসিক প্রস্তুতি নেওয়া শুরু করেছেন উন্মুক্ত চাঁদ। এদিন তিনি আরও বলেন , ” গত ২-৩ বছর একেবারেই ভালো যায়নি আমার।এমনকি একাধিক বার কামব্যাক করতে হয়েছিল আমায়।বাদ পড়তে হয়েছিল অনেক সময়।দিল্লির হয়ে খেলাটা ছিলো এক দারুণ এক্সপেরিয়েন্স তবে এখানে এখন নতুন চ‍্যালেন্জ।ভালো কিছু করার জন্য মুখিয়ে আছি ” ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *