ইডেনে চার শহিদ জওয়ানকে সম্মান জানাতে বিশেষ এই উদ্যোগ গ্রহণ করলো সিএবি 1

 

গত জানুয়ারিতে ইডেনে ভারত-ইংল্যান্ড ম্যাচের আগে সেনাবাহিনীর অনুমতি নিয়ে নতুন ৬টি স্ট্যান্ডের নামকরন করে সিএবি।দেশের পাশাপাশি বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চার ক্রিকেট প্রশাসক জগমোহন ডালমিয়া, জে সি মুখার্জি, এ এন ঘোষ, বিশ্বনাথ দত্ত সহ দুই প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় এবং পঙ্কজ রায়ের নামে ইডেনে নতুন স্ট্যান্ডের নামকরন হয়।সেটাকে মাথায় রেখে শুক্রবার কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের বিরুদ্ধে হওয়া গুরুত্বপূর্ণ ম্যাচ শুরু হওয়ার আগে আরও চারটি নতুন স্ট্যান্ডের নামকরন করলো সিএবি।সেই চারটি স্ট্যান্ডের নামকরন করা হল দেশের চার শহিদ জওয়ানের নামে।

ধোনির কাছে তুমুল মার খেয়েও প্রাক্তণ এই অধিনায়কের প্রশংসা করলেন সানরাইজার্সের এই বোলার

দেশের জন্য প্রাণ দেওয়া জওয়ানদের সম্মান জানানোর ব্যাপারে এর আগেও উদ্যোগী হতে দেখা গিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলকে।এবারেও তারা ঠিক সেই পথে হেঁটে সেনাবাহিনীর জওয়ান কর্নেল এন জে নায়ার, হাবিলদার হাংপান দাদা, সুবেদার যোগিন্দার সিং এবং লেফটেন্যান্ট কর্নেল ধনসিং থাপার নামে ইডেনে চারটি স্ট্যান্ডের উদ্বোধন হল।ম্যাচ শুরুর আগে ইডেনে একটা ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিব অভিষেক ডালমিয়া এবং লেফটেন্যান্ট জেনারেল প্রবীন বক্সি সহ ইস্টার্ন আর্মির উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে সেনাবাহিনীর প্রাক্তন চার সেনার নামে নতুন চারটি স্ট্যান্ডের নামকরন হল।

সুকমার শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন কেকেআর অধিনায়ক, জেনে নিন কীভাবে সাহায্যের হাত বাড়ালেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *