সমাপ্ত হলো ১২ বছরের ‘বনবাস’,ওড়িশা এফসি'কে হারিয়ে কলিঙ্গ জয় করলো ইস্ট বেঙ্গল !! 1

Kalinga Super Cup 2024: সমাপ্ত হলো ১২ বছরের খরা! জাতীয় পর্যায়ে ট্রফির মুখ দেখলো ইস্টবেঙ্গল। শেষবার ২০১২ সালে ফেডারেশন কাপে জয় এসেছিল লাল হলুদ বাহিনীর। এবার শেষমেশ কলিঙ্গ সুপার লিগে আবার একবার স্বপ্ন পূরণ হলো ইস্টবেঙ্গলের। গতকাল ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ওড়িশা এফসির সাথে মেগা ফাইনালে অসাধারণ ফাইটব্যাক দেখালো ইস্টবেঙ্গল। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালে লালহলুদ বাহিনী ৩-২ গোলে কলিঙ্গ সুপার কাপ জয় করলো। ইস্ট বেঙ্গলের হয়ে নন্দকুমার, সাউল ক্রেসপো এবং ক্লেটন সিলভা ৩ টি গোল করেন এবং ওড়িশার হয়ে গোল দিয়েছেন দিয়েগো মৌরিসিয়ো এবং আহমেদ জাহু।

১২ বছর পর জয় ছিনিয়ে নিলো ইস্ট বেঙ্গল

East bengal, kalinga super cup 2024
East Bengal | Image: Getty Images

খেলার কথা বলতে গেলে, শেষ মুহূর্ত পর্যন্ত চলতে থাকে মরণ-বাঁচন লড়াই। লাল হলুদ শিবির থেকে ভক্তরা অসাধারণ এক কামব্যাক দেখলো গতকাল। যদিও প্রথমে ম্যাচের ৩৯ তম মিনিটের মাথায় দিয়েগো মৌরিসিওর গোলে ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় ওড়িশা এফসি। তবে তাদের এই আনন্দ বেশিক্ষন টিকলো না, কারণ কিছু সময় বাদেই লালহলুদ শিবিরের স্ট্রাইকার নন্দকুমার সেকারের গোলে ৫১ মিনিটের মাথায় আবার সমতায় ফেরে ইস্ট বেঙ্গল। এবার দুই দল বেশ আক্রমণাত্মক ভাবে খেলতে শুরু করে দেয় এবং ৬১ মিনিটের মাথায় ওড়িশার বক্সে রেফারির বাঁশি বেজে ওঠে এবং পেনাল্টি পেয়ে যায় ইস্ট বেঙ্গল। পেনাল্টি থেকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সাউল ক্রেসপো।

২-১ ব্যাবধানে এগিয়ে বেশ খোশমেজাজে দেখা যাচ্ছিল ইস্ট বেঙ্গলকে। পাশপাশি, দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে ওড়িশার ডিফেন্ডার মুরতাদা ফলকে বিদায় নিতে হয় এবং ১০ জনকেই নিয়ে খেলতে হয় দলকে। তবে ইস্ট বেঙ্গলের সৌভিককে দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি, ফলে তাকেও মাঠের বাইরে চলে যেতে হয়। ১০ জন করেই শুরু হয় এই মেগা ফাইনাল। প্রায় জয় নিশ্চিত শেষ মুহূর্তে ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে ওড়িশা এফসিকে সমতা ফেরান আহমেদ জাহহ। ২-২ স্কোর নিয়ে মূল ম্যাচ শেষ হয়, এবার খেলা পৌঁছে যায় অতিরিক্ত সময়ে, প্রথম অর্ধে কোনো স্কোর করেনি দুই দল। তবে ম্যাচের ১১১ মিনিটে ওড়িশার জয়ের আশায় জল ঢেলে দেন ইস্টবেঙ্গল অধিনায়ক ক্লিটান সিলভা। শেষ মুহূর্তে গোল করে দীর্ঘ ১২ বছর পর জাতীয় স্তরের কোন ট্রফি (Kalinga Super Cup 2024) জয়ের প্রত্যাশা পূরণ হল লাল-হলুদ শিবিরের।

আরও পড়ুন | চিন্তার ছায়া ভারতীয় শিবিরে, চোট পেয়ে দ্বিতীয় টেস্টের বাইরে রবীন্দ্র জাদেজা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *