বিশ্বক্রিকেটে ক্যারিবিয়ান ক্রিকেটাররা ভীষণই উচ্ছ্বল স্বভাবের জন্য পরিচিত। ক্রিকেটের মাঠে ওয়েস্টইন্ডিজের এমন কিছু খেলোয়াড় রয়েছেন যারা সবসময়ই খোলামেলা এবং উচ্ছ্বল স্বভাবের প্রদর্শন করেন তো সেই সঙ্গে মাঠের বাইরেও নিজের আলদা রকমের অ্যাক্টিভিটির জন্যও আলোচনার কেন্দ্র হয়ে থাকেন।
ডোয়েন ব্র্যাভো পরিচিত নিজের নাচ আর গানের জন্য
ওয়েস্টইন্ডিজের এমন অনেক খেলোয়াড় রয়েছেন যারা নিজেদের কৌশলে ক্রিকেট সমর্থকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সফল হয়েছেন সেই সঞগে নিজের একটা আলাদাই সক্ষমতার জন্যও পরিচিতি পেয়েছেন। ওয়েস্টইন্ডিজের কিছু খেলোয়াড় নিজেদের ডান্স আর গানের জন্যও স্পেশাল পরিচিতি পেয়েছেন। যখন ওয়েস্টইন্ডিজের এমন খেলোয়াড়দের কথা বলা হয় তো তারকা অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোও ডান্স করার সঙ্গে গানেও নিজের আলাদা কৌশল দেখিয়েছেন। ডোয়েন ব্র্যাভোকে এমনিতেও বেশকিছু ডান্স ভিডিয়ো আর গানের শোয়ে দেখা গিয়েছে।
সানি লিয়নের সঙ্গে ব্র্যাভোর চ্যাম্পিয়ন গানে নাচ
মাঠে নাচের মাধ্যমে খুশি পালন করা ডোয়েন ব্র্যাভো এবার একটি বিশেষ শো তে একা নয় বরং বলিউড অভিনেত্রী সানি লিয়নের সঙ্গে ডান্স করেছেন। ডোয়েন ব্র্যাভো মুম্বাইতে একটি চলাকালীণ নিজের চ্যাম্পিয়ন গানটিতে সানি লিয়নের সঙ্গে ডান্স করেছেন। ওয়েস্টইন্ডিজের ক্রিকেটার ডোয়েন ব্র্যাভো আর বলিউড অভিনেত্রী সানি লিয়ন মুম্বাইয়ের বান্দ্রায় হওয়া একটি বড়ো শো সানবার্ন ফেস্টিভ্যালের অংশ নিয়েছিলেন। সেই সময় স্টেজে এই দুই সেলিব্রিটিই ভীষণ মস্তি করেন। আর সেখানে উপস্থিত মানুষদের জমিয়ে মনোরঞ্জন করেন।
ডোয়েন ব্র্যাভো স্বয়ং এভাবে জানিয়েছেন সানি লিয়নের সঙ্গে নিজের অভিজ্ঞতা
সানি লিয়নের সঙ্গে ডোয়ান ব্র্যাভোর এই নাচের ভিডিয়ো দেখতে দেখতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর ভীষণই জনপ্রিয় হয়। এই ভিডিয়োতে সানি লিয়ন আর ডোয়েন ব্র্যাভো দুজনকেই চ্যাম্পিয়ন গানটির সঙ্গে নাচ করতে দেখা গেছে আর এই অভিজ্ঞতাকে ডোয়েন ব্র্যাভো নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
ডোয়েন ব্র্যাভো সানি লিয়নের সঙ্গে করা চ্যাম্পিয়ন গানটিতে ডান্সের ভিডিয়ো নিজের ইনস্টাগ্রামে পোষ্ট করে ক্যাপশনে লেখেন, “এটা দারুণ অভিজ্ঞতাওয়ালা একটা মজাদার শো ছিল, মিষ্টি সানি লিয়নির সঙ্গে চ্যাম্পিয়নওয়ালা ডান্স করা স্পেশাল ছিল”।