আগামী ৩০শে মে থেকে ইংল্যান্ড এবং ওয়েলসে শুরু হতে চলা ক্রিকেট বিশ্বকাপের ইতিমধ্যে ঘোষিত হয়েছে ভারতীয় ক্রিকেট দল। দলে সবচেয়ে বড়ো চমক মনে করা হচ্ছে তরুন প্রতিভাবান উইকেট-কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থের না থাকা, কারন তার উপর এক বিরাট পরিমানে প্রত্যাশা তৈরী হয়েছিল ইতিমধ্যে। সেই প্রত্যাশা কে এক অন্যমাত্রা দিয়েছিল সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে দলে দীনেশ কার্তিকের বদলে পন্থ কে সুযোগ দেওয়া।অনেকেই মনে করেছিলেন বিশ্বকাপের দলে ধোনির পর দ্বিতীয় উইকেট রক্ষকের স্থান পাকা পন্থের।সেই জন্য দীনেশ কার্তিকের বদলে দেখে নেওয়া হচ্ছে পন্থকে। কিন্তু সোমবার দল ঘোষনায় সবচেয়ে চমক দিয়েছে এম এস কে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচকমন্ডলী দ্বিতীয় উইকেট কিপার হিসেবে পন্থের বদলে দীনেশ কে নিয়ে। এই বিষয়ে দেশ বাসীর কৌতূহল নিরসনের উদ্দেশ্যে এম এস কে প্রসাদ জানিয়েছিলেন, আলোচনার মধ্যে দিয়ে একটি সিদ্ধান্তে এসেছিলেন তারা, দলের প্রথম উইকেট কিপার ধোনি যদি কোনও রকমে আহত নন তখন পন্থ অথবা কার্তিকের মধ্যে যেকোনও একজনকে খেলানো হবে, কিন্তু যদি নক আউট খেলা গুলির আগে এমন অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয় টিম তখন ? ঠিক এই কারনেই পন্থের বদলে কার্তিককে অগ্রাধিকার দেওয়া হয়েছে কারন তার অভিঙ্গতার প্রয়োজন আছে দলে। এছাড়া পন্থকে বাদ দেওয়ার আর কোনও কারন নেই।অর্থাৎ অভিঙ্গ উইকেট কিপার হওয়ায় দলে সুযোগ পেয়েছেন কার্তিক।
সোমবার দল ঘোষণার পর বিশ্বকাপ খেলার সুযোগ পাওয়ার বিষয়ে তেমন কিছু বলতে শোনা যায়নি দিনেশ কার্তিককে, কিন্তু এইবার মুখ খুললেন তিনি।সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, বিশ্বকাপের আগে শেষ সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সুযোগ না পেয়ে খানিকটা অবাক হয়েছিলেন তিনি। কারন এর আগে দলের ফিনিশার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। শুরু সেই ২০১৭ এর চ্যাম্পিয়নস ট্রফি, তারপর থেকে মোট ২০ টি ম্যাচে তার রানসংখ্যা ৪২৫, গড় ৪৭. ২২।শুধু তাই নয় এর আগে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া সফরে বিভিন্ন ম্যাচে দলের ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন তিনি।
বর্তমানে দীনেশ কার্তিক ব্যস্ত আইপিএলে তার দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব নিয়ে, এবছর আইপিএলে শেষ চারে যাওয়ার অন্যতম দাবিদার তার দল, তাই এখন তার লক্ষ্য শুধু আইপিএল এবং অন্যকিছু নিয়ে তেমন একটা ভাবছেন না তা এদিন সাক্ষাৎকারে স্পষ্ট করে দেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে স্বভাবতই খুশী, এবং জানিয়েছেন বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া নিয়ে তেমন একটা ভাবিত ছিলেন না, শুধু মাত্র সোমবার দল ঘোষণার দিন বিষয়টার উপর নজর দিয়েছিলেন। তবে এখন এইসব ছেড়ে শুধু মাত্র আইপিএলে মন তার।কারন কলকাতার অধিনায়কত্বের দায়িত্ব আছে যে তার উপর।
অস্ট্রেলিয়া সিরিজে সুযোগ না পাওয়া নিয়ে দীনেশ কার্তিক বললেন এই কথা !
