এই বছরের আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে বল হাতে তুলনামূলক সফল হলেও ব্যাট হাতে একেবারেই ফর্মে ছিলেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। গতকাল কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে স্লগ ওভারে নেমে মাত্র চার রানে আউট হয়েছেন তিনি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের বিশ্বাস ছিল, একদিন রাসেল ঠিক তার আগের ফর্মে ফিরবেন। কিন্তু তার আগেই ফিল্ডিং করতে গিয়ে চোটের জন্য বেরিয়ে গিয়েছিলেন আন্দ্রে রাসেল।
আর এই নিয়ে অত্যন্ত চিন্তায় রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সমর্থকরা। গত বছর থেকেই চোট আঘাতে জর্জরিত ছিলেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। আর তার উপর গতকালের এই চোট। ফিল্ডার হিসেবে অত্যন্ত ক্ষিপ্র রাসেল, আর সেই ফিল্ডিং করতে গিয়েই পেয়েছেন চোট। কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি বাঁচাতে গিয়েছিলেন। কিন্তু বাউন্ডারি বাঁচাতে পারেননি, বরং সামনে থাকা বিজ্ঞাপনী বোর্ডে গিয়ে সজোরে ধাক্কা খান আন্দ্রে রাসেল। যার জেরে সঙ্গে সঙ্গে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এবং তার পরিবর্তে আসেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্রিস গ্রিন। ড্রেসিংরুমে বসে রাসেলকে দেখা গিয়েছিল যে তিনি বসে বসে হাটুতে বরফ ঘষছেন। ম্যাচের বাকি সময়টা বোলিং তো দূর, ফিল্ডিংও করতে নামেননি রাসেল।
যদিও কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা অপেক্ষা করে আছেন আন্দ্রে রাসেলের বর্তমান পরিস্থিতি জানার জন্য। কতটা বড় তার চোট এবং কতদিনের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি বা আদৌ তাকে থাকতে হবে না মাঠের বাইরে, এই ধরণের নানা আলোচনা উঠে এসেছে ক্রিকেট মহলে। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের সমর্থকদের খুব বেশি আশ্বাস দিতে পারলেন না অধিনায়ক দীনেশ কার্তিক।
গতকালের ম্যাচে শেষের দিকে নেমে দুর্ধর্ষ অর্ধশতরান করেছিলেন তামিলনাড়ুর তারকা উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। কিন্তু আলোচনার মূলকেন্দ্র ছিল আন্দ্রে রাসেলের চোট। সেই নিয়ে কিছুটা লুকিয়ে চুরিয়েই আপডেটটি দিলেন কার্তিক। যদিও তার বক্তব্যের মধ্যেই পরিষ্কার যে রাসেল বেশ ভালোরকমেরই চোট পেয়েছেন। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে দীনেশ কার্তিক জানিয়েছেন, “যখনই আন্দ্রে রাসেল চোট পান, আপনাকে বুঝতে হবে যে এবার কাজটা কঠিন হতে চলেছে। রাসেল অত্যন্ত স্পেশাল একজন খেলোয়াড় এবং অত্যন্ত স্পেশাল একজন মানুষ। আমাদের ওনার কাছে যাওয়া উচিত আর ওনার দেখভাল করা উচিত।”
এই বছর ব্যাট হাতে একেবারেই চলছেন না ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএল এর ছয়টি ম্যাচে, তিনি মাত্র ৫৫ রান করতে পেরেছেন, যার মধ্যে সর্বোচ্চ স্কোর ২৪ রানের। সুতরাং ব্যাট হাতে অত্যন্ত খারাপ ফর্মে রয়েছেন রাসেল। কিন্তু পরবর্তী ম্যাচে তাকে অবশ্যই পেতে চাইবেন কলকাতা নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট।