গত সিডনি টেস্টে দুর্দান্তভাবে হারতে থাকা ম্যাচটিকে কার্যত অস্ট্রেলিয়ার মুখ থেকে ছিনিয়ে নিয়ে আসে টিম ইন্ডিয়া। পঞ্চম দিনের শুরুতে চেতেশ্বর পুজারা এবং ঋষভ পন্থ যে দুর্দান্ত ভঙ্গিতে ব্যাট করছিলেন, তাতে এক সময় মনে হয়েছিল ভারত ৪০৭ রানের লক্ষ্যমাত্রা তুলে নেবে। কিন্তু এই দুই ক্রিকেটারের আউট হওয়ার পরেই ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমে পড়েছিলেন হনুমা বিহারি এবং রবিচন্দ্রন অশ্বিন। শেষ অবধি অসাধারণ প্রত্যয়ে ম্যাচ ড্র করে মাঠ ছাড়েন এই দুই ক্রিকেটার।
আর এমন পারফর্মেন্সে খুশি ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। যে ম্যাচটি কার্যত হাতের বাইরে চলে গিয়েছিল, সেটিকে বাঁচিয়ে নিয়ে আসা, সত্যিই প্রশংসাযোগ্য। কিন্তু প্রশ্ন একটাই, বিরাট কোহলির অনুপস্থিতিতে এবং নয়া অধিনায়ক অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে ভারতীয় দলে কি কোনও পরিবর্তন এসেছে? এই নিয়েই আলোচনায় মত্ত গোটা ক্রিকেট বিশ্ব। এবার এই নিয়ে নিজের মত পেশ করলেন কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান দিলীপ বেঙ্গসরকার।
জনপ্রিয় সংবাদ সংস্থা টাইমস অফ ইন্ডিয়ার ওয়েব পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ বেঙ্গসরকার জানিয়েছেন, অজিঙ্ক রাহানের নেতৃত্বে টিম ইন্ডিয়া ফুল ফুটিয়েছে। যেভাবে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে লজ্জার হারের সম্মুখীন হয়েছিল ভারত, তাতে অনেকেই ধরেননি যে এমন কামব্যাক করবে তারা। কিন্তু রাহানের অধিনায়কত্বে সেটি সম্ভব হয়েছে। এই নিয়ে বেঙ্গসরকার বলেছেন, “দলটি দারুণভাবে ফুটে উঠেছে অজিঙ্ক রাহানের অধিনায়কত্বে। ৩৬ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হেরে গিয়েছিল ভারত। কিন্তু অ্যাডিলেডে হারের পর যেভাবে রাহানে এই দলটিকে নেতৃত্ব দিয়েছেন, তা সত্যিই দারুণ। অজিঙ্ক রাহানে দুর্দান্ত চরিত্রের পরিচয় দিয়েছেন।”
এদিকে ভারতীয় দলের খেলোয়াড়রা অজিঙ্ক রাহানের কাছে অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করছেন, সে নিয়েও কথা বলেছেন দিলীপ বেঙ্গসরকার। তিনি বলেছেন, “রাহানের কাছে খেলোয়াড়রা অনেক বেশি নিশ্চিন্তে থাকেন। উনি খেলোয়াড়দের সমস্ত রকম স্বাধীনতা দিয়েছেন। অজিঙ্ক রাহানে এই দলটিকে যা দিয়েছেন তাঁর মধ্যে অন্যতম হল স্বাধীনতা। শুধু রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা নয়, মহম্মদ সিরাজ, নভদীপ সাইনি, শুভমন গিলের মত তরুণ ক্রিকেটাররা এই সিরিজে বেশ নজর কেড়েছেন। বিরাট কোহলির অনুপস্থিতিতে অজিঙ্ক রাহানে দারুণভাবে দায়িত্ব সামলেছেন।”