আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ ঋতিমতো অগ্নিপরীক্ষা হতে চলেছে ঋষভ পন্থের ।নিজেকে প্রমাণ করতে না পারলে পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেট দলে স্থান পাওয়া ঋতিমতো কঠিন কাজ হয়ে দাড়াবে পন্থের পক্ষে।ঠিক এমন একটি ধোনির রেকর্ড ভাঙার মুখে দাড়িয়ে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
ঘরের মাঠে এই সিরিজে বিশেষ কিছু করে উঠতে না পারলে পরবর্তী সময়ে সন্জু স্যামসনকে দেখা যেতে পারে ভারতীয় ক্রিকেট দলে উইকেট কিপারের ভুমিকায়।ইতিমধ্যে টেস্ট দলে জায়গা হারিয়েছেন পন্থ , দলে তার বদলে দলে প্রত্যাবর্তন হয়েছে ঋদ্ধিমান সাহার।সম্প্রতি দারুন পারফরম্যান্সে দিয়েছিলেন তিনি।তাই ঘরের মাঠে শেষ দুই সিরিজ অগ্নি পরীক্ষার ন্যায় পন্থের কাছে।তার পারফরম্যান্সের উপর নির্ভর করছে তার ২০২০ এর টি টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া।
উইকেট কিপার- ব্যাটসম্যান ধোনি এইমুহুর্তে ক্রিকেট থেকে নিজেকে খানিকটা সরিয়ে রেখেছেন।যা সুযোগ করে দিয়েছে পন্থকে নিজেকে প্রমাণ করার।এবার ক্যারিবিয়ান দলের বিরুদ্ধে তার সুযোগ রয়েছে নিজেকে প্রমাণ করার।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাত টি টোয়েন্টি ম্যাচে উইকেটের পিছনে ধোনির শিকারের সংখ্যা ৫ ।যেখানে পন্থের ক্ষেত্রে সংখ্যাটা ৩ ।তাই স্বাভাবিক ভাবেই তার ক্ষেত্রে সুযোগ থাকছে রেকর্ড ভাঙার।
টি টোয়েন্টি ম্যাচে উইকেটের পিছনে শিকারের বিচারে ভারত- ওয়েস্ট ইন্ডিজ উইকেট কিপারের তালিকা
১.মহেন্দ্র সিং ধোনি (ভারত ) – ৫ উইকেট
২.দিনেশ রামদিন ( ও: ইন্ডিজ ) – ৫ উইকেট
৩. এন্দ্রে ফ্লেচার ( ও: ইন্ডিজ) – ৩ উইকেট
৪.দিনেশ কার্তিক ( ভারত ) ৩ উইকেট
৫ .ঋষভ পন্থ (ভারত ) ৩ উইকেট
ধোনির ক্রিকেট খেলা থেকে সাময়িক বিরতি নেওয়ার দরুন দলে নিয়মিত সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ।যদিও এইমুহুর্তে একেবারে ছন্দে নেই তিনি।যার জেরে তাকে দারুণ সমালোচনার মুখোমুখি হতে হয়েছে।শুধু ব্যাটিং নয়, তাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে কিপিংয়ের জন্যেও।এর আগে টি টোয়েন্টি সিরিজে তার রানসংখ্যা ছিলো ৩৩। তার সম্পর্কে মুখ্য নির্বাচক এম এসকে প্রসাদ জানিয়েছিলেন পন্থের উচিত না ধোনিকে কপি করা।এমনকি তার সাথে ধোনির তুলনা হয়না বলেই মনে করেন তিনি।
অভিষেকের পর ভারতের জার্সি গায়ে এখনও অবধি ২৩ টা টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পন্থ।এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাঠে দলে খেলেছিলেন তিনি।সেখানে একটি টি টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন ৬৫ রানের ম্যাচ উইনিং ইনিংস।