বিশ্ব ক্রিকেটের ইতিহাসে এখনও পর্যন্ত বেশ কিছু এমন অধিনায়ক হয়েছে যারা নিজেদের অধিনায়কত্বের কৌশলে দারুণ প্রভাবিত করেছেন। এমন বেশ কিছু অধিনায়ক রয়েছেন যারা নিজেদের সিদ্ধান্তে অবাক তো করে দিতেন কিন্তু তাদের সেই সিদ্ধান্ত সঠিকও প্রমানিত হয়েছে। এমন অধিনায়কদের কথা বলা হলে তো ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম সবার আগে নেওয়া হতে পারে।
মহেন্দ্র সিং ধোনিকে বলা হয় ক্যাপ্টেন কুল
মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট দলের হয়েই হোক বা আইপিএলের নিজের ফ্রেঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হয়েই হোক, তিনি নিজের অধিনায়কত্বে দুর্দান্ত সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি এক দুর্দান্ত অধিনায়কত্ব কৌশলও দেখিয়েছেন।
ধোনি তার পুরো অধিনায়কত্বের সময়কালে মুশকিল সময়ে ভীষণই ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেখিয়েছেন যার ফলে তিনি আজ সবচেয়ে বড় ক্যাপ্টেন কুলের তকমা হাসিল করে ফেলেছেন।
মহেন্দ্র সিং ধোনি নিজের কুলনেসে জিতিয়েছেন বেশ কিছু ম্যাচ
এখন তো যখনই ক্যাপ্টেন কুলের নামের উল্লেখ হয় তো প্রত্যেকের মনেই স্রেফ আর স্রেফ মহেন্দ্র সিং ধোনির নামই আসে। মহেন্দ্র সিং ধোনি নিজের কুলনেস অধিনায়কত্বে ভারতকে গুরুত্বপূর্ণ সময়ে ভালো সিদ্ধান্ত নিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন।
আজ পুরো ক্রিকেট জগত মহেন্দ্র সিং ধোনকে ক্যাপ্টেন কুল নামেই জানে। বর্তমানে ক্যাপ্টেন কুল ক্রিকেট মাঠ থেকে দূরে রয়েছেন কিন্তু তার একটি ইন্টারভিউর ভিডিয়ো জমিয়ে ভাইরাল হচ্ছে।
নিজের কুলনেসের উপর ধোনির মজার জবাব
এই ভিডিয়োতে মহেন্দ্র সিং ধোনিকে নিজের কুলনেস নিয়ে প্রশ্ন করা হয় যেখানে তিনি বড় মজার ঢঙে জবাব দিয়েছেন যা শুনে আপনিও খুশি হয়ে যাবেন আর হাসতে বাধ্য হবেন।
View this post on Instagram@mahi7781's hilarious response will make your day!?? Video Courtesy : @nationnext
A post shared by MS Dhoni / Mahi7781 (@msdhonifansofficial) on Nov 22, 2018 at 12:00am PST
একটি অনুষ্ঠান চলাকালীন ধোনিকে প্রশ্ন করা হয় যে
প্রশ্ন—ম্যাচ ফেঁসে থাকলে প্লেয়ার্স আর ফ্যান্সের হার্ড বিট দ্রুত হয়ে যায় কিন্তু আপনি ভীষণই কুল থাকেন,তো স্যার আপনি নিজের কুলনেসকে নিয়ে ম্যাচের আগে মানসিক আর শারীরিকভাবে কোনও প্রস্তুতি নিয়ে আসেন?
এর উপর ধোনি বড়ই কুল অ্যাটিটিউডে মজার ঢঙে জবাব দিতে গিয়ে বলেন,
জবাব—সাধারণভাবে যখন রোদ থাকে তো তখন আমি ফ্রিজের মধ্যে শোয়ার চেষ্টা করি। যাতে পরের দিন আমি একদম কুল থাকতে পারি”।