ভারতে ক্রিকেট জ্বর এমনই যে দেশের প্রায় প্রত্যেক শিশুই শুধু ক্রিকেটার হতে চান। কিন্তু ১৩৫ কোটি মানুষের দেশে এমন ভীষণই কম মানুষ থাকেন, যারা ভারতের জার্সি গায়ে চাপাতে পারেন। কিন্তু যদি কোনো খেলোয়াড় ভারতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেন তো তিনি রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে যান।
ভারতের অজ্ঞাত ক্রিকেটারদের মধ্যে একজন হলেন সুদীপ ত্যাগী
তবে অন্যদিকে ভারতীয় ক্রিকেটের এটাও সত্যতা যে অনেক খেলোয়াড় ভারতীয় ক্রিকেটে ভীষণই দ্রুত অজ্ঞাতে চলে যান। কোনো একটি দুটি ম্যাচে ভালো প্রদর্শন করে হইচই ফেলে দেওয়া বেশকিছু খেলোয়াড়ের ভারতীয় দলে আজ নামও শুনতে পাওয়া যায় না। সম্ভবতই আপনাদের সুদীপ ত্যাগীর নামে মনে আছে, কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিই যে সুদীপ ত্যাগী আইপিএলের মাধ্যমে ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। সুদীপ ত্যাগী ভারতীয় দলের হয়ে ৪টি ওয়ানডে ম্যাচ এবং একটি টি-২০ ম্যাচ খেলেছেন। সুদীপ ত্যাগী আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত প্রদর্শন করে শিরোনামে উঠে এসেছিলেন।
সুদীপ ত্যাগী করলেন সমস্ত ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা
ভারতীয় ক্রিকেটার সুদীপ ত্যাগী ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। তার বয়স এখন ৩৩ বছর, কিন্তু তিনি খেলাকে বিদায় জানানোর ঘোষণা করে দিয়েছেন। জোরে বোলার হিসেবে খেলা সুদীপ ত্যাগী ভারতীয় দলের হয়ে সীমিত ওভারের দুই ফর্ম্যাটে ক্রিকেট খেলেছেন। নিজের টুইটার অ্যাকাউন্টে সুদীপ একটি নোট পোষ্ট করেন আর অবসরের ব্যাপারে জানান।
আমি মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানাতে চাইব
সুদীপ ত্যাগী ওই নোটে লেখেন, “প্রত্যেক খেলোয়াড়ের একজন খেলোয়াড় হিসেবে দেশের হয়ে খেলার স্বপ্ন থাকে। আমি তা পেয়েছি। আমি মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানাতে চাইব, যার অধিনায়কত্বে আমি নিজের প্রথম ওয়ানডে খেলেছিলাম। আমি নিজের রোল মডেল মহম্মদ কাইফ, সুরেশ রায়না আর আরপি সিংকেও ধন্যবাদ জানাতে চাইব। এটা মুশকিল সিদ্ধান্ত কিন্তু এগিয়ে যাওয়ার জন্য আমাদের এটা যেতে দিতে হয়”।