ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির নাম কে না জানে।এটা এমন একটা নাম যা ক্রিকেট দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অধিনায়কের তালিকায় শামিল করা হয়েছে। ভারতীয় দলের এই উইকেটকিপার ব্যাটসম্যানের দেশপ্রেমের ভাব কারও কাছেই লুকোনো নেই। ধোনিকে কখনও সেনা জওয়ানের রূপে দেখা যায় তো কখনও ক্রিকেট মাঠে নিজের দেশের হয়ে লড়তে দেখা যায়। এখনও পর্যন্ত ধোনির সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হতে দেখা গিয়েছে। সম্প্রতি ১৫ আগস্টের সময় ধোনি নিজের একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে তার মেয়েকে দেশভক্তির গান গাইতে দেখা যাচ্ছে। অন্যদিকে ধোনিকেও সেই গানের সুন্দরভাবে পুনরাবৃত্তি করতেও দেখা যাচ্ছে। ধোনির মেয়ের গাওয়া গানের লিরিক হলো, “সারে জাঁহা সে আচ্ছা, হিন্দোস্থা হামারা, হম বুলবুলে হ্যায় ইসকি ইয় গুলিস্থা হামারা”।
https://youtu.be/pSo3EovatWQ
আমাদের ভারত দেশে যখনই এমন রাষ্ট্রীয় উৎসব আসে আমরা ভারতীয়রা সেই সময় দেশের জন্য বিশেষ কিছু করার প্রচেষ্টা করি। কিছু নতুন নিজের দেশকে সমর্পিত করি। আমরা দেশের জন্য নতুন কিছু করে গর্ব অনুভব করি। স্বাধীনতা দিবস এমন একটা দিন যখন আমাদের দেশের জন্য গর্ব অনুভব করায়। লাভা মোবাইলস ৭২ তম স্বাধীনতা দিবসে হ্যাসট্যাগ প্রাউড ইন্ডিয়ান নামে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যেখানে ধোনি সমেত বেশ কিছু তারকা নিজের ভিডিয়ো শেয়ার করেছেন। যার মধ্যে রয়েছেন তমন্না ভাটিয়া, দালের মেহেন্দি, এবং ক্রিকেটার বীরেন্দ্র সেহবাগসহ বেশি কিছু সেলিব্রিটি।
ভিডিয়ো: সারে জাঁহা সে আচ্ছা, হিন্দোস্তা হামারা… মেয়ের সঙ্গে জাতীয় সঙ্গীত গাওয়ার ধোনির ভিডিয়ো হল ভাইরাল
