ধোনি কে বাদ দিয়ে এই ক্রিকেট তারকা হলেন আজকের ম্যাচের হিরো ! ভক্তরা এই ভাবে করলেন প্রতিক্রিয়া 1

নিউজিল্যান্ডের সঙ্গে চলতি ওয়ানডে সিরিজের আজকে ছিল পঞ্চম এবং শেষ ওডিআই। চতুর্থ ওয়ানডেতে হারের মুখ দেখলেও শেষ ওয়ানডের সাথে সিরিজও নিজের নামে করে নেয় টীম ইন্ডিয়া। আম্বাতি রায়ডুর করা ৯০ রানের সাথে ভারতীয় টীম নিউজিল্যান্ড কে ২৫৩ রানের টার্গেট দেয়। কিন্তু এই সংক্ষিপ্ত রানও নিউজিল্যান্ডের কাছে ভারী পড়ে। শেষে ৩৫ রানে টীম ইন্ডিয়ার কাছে হার মানে।

ধোনি কে বাদ দিয়ে এই ক্রিকেট তারকা হলেন আজকের ম্যাচের হিরো ! ভক্তরা এই ভাবে করলেন প্রতিক্রিয়া 2

আজকের এই ম্যাচে ভারত টস জিতে বাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এদিন দলে তিনটি পরিবর্তন হয়। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে মহেন্দ্র সিং ধোনি। খলিল আহমেদের পরিবর্তে মহম্মদ শামি আর কুলদীপ যাদবের পরিবর্তে বিজয় শঙ্কর প্রথম একাদশে চলে আসেন। এদিনও শুরুটা ভালো হয়নি ভারতের। দুই ওপেনার রোহিত শর্মা(২), শিখর ধবনের(৬) পাশাপাশি ব্যর্থ হন শুভমান গিলও(৭)। ১ রানে ফিরে যান ধোনিও। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন আম্বাতি রায়াডু এবং বিজয় শঙ্কর। ৯৮ রানের জুটি গড়েন দুজনে। ৪৫ রানে বিজয় আউট হলেও কেদার যাদব(৩৪) হার্দিক পাণ্ডিয়া(৪৫)এবং আম্বাতি রায়াডু(৯০) ভারত কে ২৫০ এর গণ্ডি টপকাতে সাহায্য করেন। ২৫২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের হয়ে ম্যাট হেনরি ৪টি এবং ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন।

ধোনি কে বাদ দিয়ে এই ক্রিকেট তারকা হলেন আজকের ম্যাচের হিরো ! ভক্তরা এই ভাবে করলেন প্রতিক্রিয়া 3

২৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে নিউজিল্যান্ড টীম। তবে ৪৪ রানে জিমি নিশমকে আউট করলেন মহেন্দ্র সিং ধোনি সেটাই ছিল ম্যাচের টার্নিং পয়েন্ট। ৪৪.১ ওভারেই ২১৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। ৩৫ রানে জয় হয় ভারতের। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন হার্দিক ও শামি। ৩টি উইকেট নেন চহেল।

# দেখে নিন ভক্তদের করা টুইট : 

https://twitter.com/SportsInsiderD/status/1092002383956189184

ttps://twitter.com/jainyyyy45_/status/1091993246140645376

https://twitter.com/Victory_Truth_/status/1091936877744017413

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *