সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 1

অবশেষে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট জীবনের একটি পুরানো দিনের মজার গল্প সবার সামনে চলে এল। যেখানে ভারতের সর্বকালের সেরা অধিনায়ক ধোনি জাতীয় দলে নিজের প্রিয় শিষ্য রবীন্দ্র জাদেজাকে নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে মজার কিছু ট্যুইট করেছিলেন। যে ঘঠনাটি তখনকার মতো চেপে গেলেও, নতুন করে এবারে ফের ঠেলে উঠলো।

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 2

গ্ল্যাভস হাতে শুধু উইকেটের পিছনে বুদ্ধিদীপ্ত উইকেট কিপিং করেননি তিনি, দলের প্রয়োজনে ব্যাট হাতে ধোনি বহু কঠিন সময়ে ভারতকে ম্যাচ জয়ের পথে প্রচুর ম্যাচে টেনে নিয়ে গিয়েছেন। মাঠের মধ্যে শুধু দূর্দান্ত পারফরম্যান্স করে প্রতিপক্ষ দলের কাছে সমীহের পাত্র হিসেবে থাকার পাশাপাশি মাঠের বাইরেও ধোনি নিজের নানান কাজকর্মের দ্বারায় সবার মুখে মুখে থাকা পছন্দ করেন। মাঠের মধ্যে নজরকাড়া পারফরম্যান্স করে ধোনি বিশ্বের অন্যতম সেরা ফিনিশারের উপাধি অর্জন করেছেন একপ্রকার মুখ বুজে। কিন্তু গত চার বছর আগে তিনি নিজের প্রিয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার উদ্দেশ্যে ট্যুইটারে একাধিক মজার ট্যুইট করে জমিয়ে দিয়েছিলেন। মূলত, সেবার থেকেই জাদেজার নামের আগে ‘স্যার’ উপাধি নিজে থেকে জুড়ে গিয়েছিলেন।

 

এবার দেখে নেওয়া যাক, জাদেজার উদ্দেশ্যে বিগত চার বছর আগে সোশ্যাল নেটওয়ার্ক সাইটে করা ধোনির সেই মজাদার ট্যুইটগুলি–

প্রথম ট্যুইটে ধোনি জাদেজার উদ্দেশ্যে লেখেন,

 

‘যদি কোনও দিন রজনিকান্ত স্যারকে স্যার জাদেজা বোলিংয়ের মুখোমুখি হতে হয়, তাহলে সেই লড়াইয়ের নাম দেওয়া হবে ‘ক্ল্যাস অফ দ্য টাইটেনস’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 3

 

ওই ট্যুইটে এত রিট্যুইট হতে দেখে পরের ট্যুইটে ধোনি আরও লেখেন,

‘২০১৩ সালের ১৭ এপ্রিলের সন্ধ্যে ৭.৩০ থেকে রাত ৮.৩০ পর্যন্ত দিল্লি বিমান বন্দরে কোনও বিমান নামবে না। কারণ, তখন স্যার জাদেজা নিজের ফার্ম হাউজে ব্যাডমিন্টন খেলছেন।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 4

 

অধিনায়ক ধোনির এমন মজার ট্যুইট দেখে রিট্যুইটের সাহস পাননি জাদেজা। যদিও ধোনিকে থামিয়ে রাখা যায়নি। পরের ট্যুইটে মাহি ফের লেখেন,

‘যদিও কোনও ম্যাচ জেতার জন্য একটি বল বাকি থাকে এবং ব্যাটসম্যানকে দুই রান করতে হবে, সেক্ষেত্রে স্যার জাদেজা একটিও বল নষ্ট না করে ম্যাচ জিতিয়ে দিতে পারবেন।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 5

এখানে শেষ নয়। ভারতীয় দলের এই অলরাউন্ডার ক্রিকেটারকে খিল্লি করে ধোনি পরের ট্যুইটে লেখেন,

‘কোনও একটা দ্বিপাক্ষিক সিরিজের একটি টি–২০ ম্যাচ খেলতে না পেরে চূড়ান্ত হতাশ হয়ে পড়েছিলেন স্যার জাদেজা। বিষয়টি মাথায় রেখে ভারতীয় ক্রিকেট বোর্ড স্যার জাদেজার জন্য আইপিএলের আয়োজন করে। এর জন্য সবার স্যার জাদেজাকে ধন্যবাদ জানানো উচিত।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 6

 

তিনি পরের ট্যুইটে লেখেন, ‘ছোট বেলায় স্যার জাদেজা একটি মাটির পাহাড়ের ওপর খেলতে চাইছেন, সেটা পরবর্তী সময়ে এভারেস্ট নামে পরিচীত হয়।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 7

ধোনি আবারও লেখেন,

‘বিকেল ৩টে নাগাদ অনুশীলন। আমরা অনুশীলনের জন্য বেরিয়ে পড়লাম, কিন্তু স্যার জাদেজার জন্য স্টেডিয়ামই এগিয়ে এলো।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 8

zপরের ট্যুইটে মাহি বলেন,

‘স্যার জাদেজা ক্যাচ ধরার জন্য মাঠে দৌড়ান না। উল্টে বল এসে স্যার জাদেজার হাতে এসে জমা হয়ে যায়।’

এখানেও থামেনি জাদেজাকে নিয়ে ধোনির মসকরা। তিনি আরও লেখেন,

‘যখন স্যার জাদেজা নিজের জিপ গাড়ি চালান, তখন সেই জিপ এক জায়গায় দাঁড়িয়ে থাকে এবং রাস্তাটা নিজে থেকে নিচ দিয়ে চলা শুরু করে দেয়।’

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 9

 

সোশ্যাল নেটওয়ার্ক সাইটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে এ কি ধরণের মজা করলেন ধোনি! 10

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *