গতকাল সাউথহাম্পটনে এক রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলো বিশ্বক্রিকেট। টসে জিতে এইদিন প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত বিরাট।এবং শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ভারত। শেষ অবধি পন্চাশ ওভারে আট উইকেটের বিনিময়ে ২২৪ এ থামে ” মেন ইন ব্লু ” ।এতো কম রানের পুঁজি নিয়েও শেষ অবধি যা লড়াই দিলো ভারতীয় বোলাররা তার প্রশংসা করতেই হচ্ছে। মহম্মদ শামির ,বুমরাহ,চাহেল,পান্ডিয়ার মিলিত উদ্যোগে এক অসাধারণ জয়ের সাক্ষী থাকলো ভারতীয় ক্রিকেট দল।পাশাপাশি চলতি টুর্নামেন্টে অব্যাহত থাকলো জয়ের ধারা।
এদিন তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে ভারতীয় উইকেট রক্ষক।মহেন্দ্র সিং ধোনির।দ্রুত বেশ কিছু উইকেট পড়ে যাওয়ায় অনেকেই ভেবেছিলো আফগানদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক।কিন্তু এমনটা হয়নি ,বরং ৫২ বলে ২৮ রানে আউট হয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
ব্যাটিংয়ে ব্যার্থ হলেও এই কথা মানতে বাধা নেই যে, এখনও উইকেটের পিছনে সমান কার্যকরী মাহি।এদিন ম্যাচের ৪৭ তম ওভারে রাশিদ খানকে স্টাম্প করেন মাহি।স্বাভাবিক ভাবেই ম্যাচ যে দিকে এগোচ্ছিলো এক্ষেত্রে ধোনির এই স্টাম্পিং ম্যাচে নির্ভরতা এনে দিয়েছিল ভারতকে।পাশাপাশি এক অনন্য কৃতিত্বের অধিকারী হলেন মাহি এদিন রাশিদ কে স্টাম্প করে।লিস্ট ” এ ” ক্রিকেটের সবচেয়ে বেশি স্টাম্প করার রেকর্ডটি নিজেদের দখলে নিলেন মাহি, ভেঙেদিলেন মইন খানের রেকর্ড।
ম্যাচের শুরুতে এইদিন আউট হয়ে যান রোহিত শর্মা।১০ বল খেলে মাত্র ১ রানেই ড্রেসিংরুমে ফেরেন রোহিত তরুণ আফগান স্পিনার মুজিব উর রহমানের ক্যারম বলে।এর রাহুল (৩০ ) কে সঙ্গী করে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন কোহলি (৬৭ )।এইদিন চলতি টুর্নামেন্টে নিজের তৃতীয় অর্ধশতরানটি করে ফেললেন ভারত অধিনায়ক।এরপর ৬৮ বলে ৫২ রানের ইনিংস খেলেন কেদার যাদব।শেষে ৫০ ওভারের পর ২২৪ রানের লক্ষ্যমাত্রা দেয় আফগানদের।এতো কম রান নিয়ে ডিফেন্ড করতে নেমে শেষ অবধি এক অসাধারণ বোলিং পারফরম্যান্স করলেন ভারতীয় বোলাররা।রুদ্ধশ্বাস ম্যাচে শেষ অবধি ২১৩ রানে থেমে যায় আফগানিস্তান।
শেষ ওভারে হ্যাটট্রিক করে এইদিন ম্যাচের নায়ক মহম্মদ শামি।নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে রুদ্ধশ্বাস ম্যাচ এইটি।প্রসঙ্গত, আগামী ২৭ শে জুন, ম্যানচেস্টারে পরবর্তী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতে চলেছে ভারত।