ক্রিকেট ছেড়ে এইবার অন‍্য খেলায় মজলেন ধোনি 1

২০১৯ এর ক্রিকেট বিশ্বকাপের পর এই মুহূর্তে ২২ গজ থেকে অনেকটাই দুরে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।আপাতত দুই মাস বিশ্রামে আছেন তিনি। এরমাঝে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীতে, দেশের মানুষের সেবায় এইবার পরিবার নিয়ে তিনি গেলেন আমেরিকায়। সেখানে অংশগ্রহণ করলেন একটি গল্ফ টুর্নামেন্টে। অর্থাৎ ক্রিকেট মাঠে না দেখা গেলেও মাহি মাঠে ফিরলেন সম্পূর্ণ অন‍্য একটি খেলায়। জীবনে প্রথম বারের মতো অংশগ্রহণ করলেন গল্ফ টুর্নামেন্টে। প্রসঙ্গত, প্রাক্তন ভারত অধিনায়ক মেটুচেন গল্ফ এবং কান্ট্রি ক্লাবের সদস্য।বন্ধু রাজীব শর্মা আজ থেকে বছর তিনেক আগে এই ক্লাব কর্তৃপক্ষের সাথে পরিচয় করান ধোনি।

ক্রিকেট ছেড়ে এইবার অন‍্য খেলায় মজলেন ধোনি 2

এখানেও ফের ম‍্যাচ উইনারের ভুমিকায় পাওয়া গেলো মাহিকে।ফের এখানেও জয় পেলেন তিনি, সেখানে পাঁচ ম‍্যাচে চারটিতে জয় পেলে দ্বিতীয় স্থানে শেষ করেন তিনি।

বিশ্বকাপের পর থেকে এখনো একটিও ম‍্যাচে অংশগ্রহণ করতে দেখা যায়নি তাকে।এমনকি সম্প্রতি বাংলাদেশের বিরুদ্ধে দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।স্বভাবতই তার এমন একের পর এক না খেলার সিদ্ধান্ত স্বভাবতই হতাশ করছে তার ভক্তদের, পাশাপাশি তীব্র করে তুলছে তার অবসর নেওয়ার জল্পনাকে।

ক্রিকেট ছেড়ে এইবার অন‍্য খেলায় মজলেন ধোনি 3

একসময় একের পর এক ম‍্যাচে দেশকে জয় এনে দিয়েছেন।শোনা যাচ্ছে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে খেলতে দেখা যেতে পারে। ইতিমধ্যে তার বদলে সুযোগ দেওয়া হয়েছে ঋষভ পন্থকে। কিন্তু সম্প্রতি হতাশ করেছিলেন তিনি। সম্প্রতি রাঁচিতে ফের অনুশীলন করতে দেখা গেছিলো মাহিকে। যা ফের তার মাঠে ফেরার জল্পনাকে উস্কে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *