শতরানের জন্য মরিয়া ছিলো বিরাট, মন্তব্য এই তারকার 1

এগারো ইনিংসের পর অবশেষে কোহলির ব‍্যাট থেকে এলো শতরান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি একদিবসীয় সফরের দ্বিতীয় ম‍্যাচে ভারত অধিনায়কের ব‍্যাট থেকে এলো ১২৫ বলে ১২০ রানের ইনিংস।গোটা বিশ্বকাপে পাঁচটি অর্ধশতরানের ইনিংস খেললেও শতরান অধরা ছিলো কোহলির।

শতরানের জন্য মরিয়া ছিলো বিরাট, মন্তব্য এই তারকার 2

এদিন শতরানের পর কোহলির উচ্ছ্বাস বলে দিচ্ছিলো এই শতরানের জন্য কতটা মরিয়া ছিলেন তিনি। পরবর্তী সময়ে এবিষয়ে কথা বলতে শোনা যায় ভুবনেশ্বর কুমারকে। প্রসঙ্গত, ম‍্যাচে কোহলি ছাড়াও এদিন ব‍্যাট হাতে নিজেকে প্রমানিত করেছেন শ্রেয়স আইয়ার।খেলেছেন ৭১ রানের ইনিংস।

শতরানের জন্য মরিয়া ছিলো বিরাট, মন্তব্য এই তারকার 3

এদিন ২৭৯ রানের লক্ষ‍্যমাত্রা চেজ করতে নেমে শুরুতে দারুন খেলে ওয়েস্ট ইন্ডিজ।ওপেনার এভিন লুইস করেন ৬৫ রান।১৭৯ /৫ , একসময় এমন স্কোর লাইন থাকলেও পরবর্তী সময়ে নিকোলাস পুরান আউট হলে এরপ‍র মাত্র তিন রানে ৪ উইকেট পরে যায় ওয়েস্ট ইন্ডিজের।এদিন বল হাতে দাপট দেখান ভুবনেশ্বর কুমার, নেন ৪ উইকেট । ২১০ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

WIvsIND: ৩ খেলোয়াড় যারা পেতে পারেন ম্যান অফ সিরিজ পুরস্কার, দ্বিতীয় জনকে চায় না ভারত

ম‍্যাচের পরবর্তী সময়ে একটি সাক্ষাৎকারে ভূবি বলেন, এই শতরানের জন্য অনেকটাই মরিয়া ছিলেন কোহলি‌।গোটা বিশ্বকাপে ৭০ এবং ৮০ এর ঘরে আউট হলেও শতরান অধরা ছিলো।কিন্তু এদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফের স্বমেজাজে পাওয়া গেলো ভারত অধিনায়ককে।কঠিন উইকেটে করলেন শতরান।পরবর্তী সময়ে আউট হলে ড্রেসিংরুমে ফিরে ভুবিকে জানান উইকেটে কঠিন ছিলো।

শতরানের জন্য মরিয়া ছিলো বিরাট, মন্তব্য এই তারকার 4

এদিন আট ওভার বোলিং করে ভুবনেশ্বর পেয়েছিলেন চার উইকেট। গুরুত্বপূর্ণ সময় একের পর এক উইকেট তুলে ঘুরিয়ে দিয়েছিলো ম‍্যাচের পর।এদিন তার পারফরম্যান্সের বিষয়ে প্রশ্ন করা হলে ভুবি বলেন।” আমি ফলাফল নিয়ে বিশেষ কিছু ভাবিনি।ম‍্যাচ চলাকালীন একটা বিষয়ে মাথায় ঘুরছিলো একটা উইকেট নিলেই ম‍্যাচে ফিরবো আমরা ।ডট বল দেওয়ার চিন্তা মাথায় রেখে বোলিং করে গেছি আমি ” । মন্তব্য ভুবির।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *