৪ ম্যাচ খেলে ,দুটো জয় ।এইবার বিশ্বকাপে সবচেয়ে অনিশ্চয়তা ভরা খেলা উপহার দিচ্ছে পাকিস্তান ক্রিকেট দল।প্রথমে ওয়েস্ট ইন্ডিজের কাছে বিধ্বস্ত হার, তারপর ইংল্যান্ড কে হারিয়ে দুরন্ত কামব্যাক করেছিলো সরফরাজরা।ম্যাচ জিতেই পাক – অধিনায়ক হুংকার দিয়েছিলেন তাদের যেনো হালকাভাবে নেয়না কোনও দল।
এরপর অস্ট্রেলিয়া বিপক্ষে ম্যাচে ফের তাদের দিকে অঘটনের আশায় তাকিয়ে গোটা বিশ্ব।তখন ফের ” ধোকা দিয়ে দিলো সরফরাজ ” । হ্যা গতকাল অজিদের বিপক্ষে হারের পর এমন ধরনের পোস্টের ছয়লাপ লক্ষ্য করা গেছিলো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট গুলোয়।
এদিন ম্যাচের শুরু থেকেই পাক বোলারদের বেধড়ক পেটাতে থাকেন ওয়ার্নার – ফিন্চ ।একটা সময় অস্ট্রেলিয়ার স্কোর ৩৫০ তে পৌছে যাবে বলে মনে হলেও পরবর্তী সময়ে তা হয়নি।সৈজন্যে মহম্মদ আমিরের বিধ্বংসী স্পেল।১০ ওভার বল করে মাত্র ৩০ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।এতে আছে দুটো মেডেন।আমিরের এমন পারফরম্যান্স টাই ছিলো এদিন অস্ট্রেলিয়া দলের পরমপ্রাপ্তি।এছাড়া খালি হতাশা।
ম্যাচ হারের দায়িত্ব দলের হতশ্রী ফিল্ডিং কেই দায়ী করেছেন সরফরাজ।এমনকি এই তালিকায় নিজেও আছেন তিনি।এদিন অস্ট্রেলিয়া অধিনায়ক ফিন্চের ক্যাচ মিস করেছিলেন তিনি।
ম্যাচ হারার পর থেকেই আগামী ভারত ম্যাচে কি করবে সরফরাজ রা কি করবে তা নিয়ে ইতিমধ্যে তৈরী হয়েছে আশঙ্কা।আর আশঙ্কা ক্রমশ ঘনীভূত হয় রেকর্ডের দিকে দেখলে , ১৯৯২ বিশ্বকাপে এ প্রথম বার মুখোমুখি হয় এই দুই দেশ।এরপর থেকে প্রতিবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছে এই দুই দেশ।এবং এক্ষেত্রে পাকিস্তানের হারের ট্রাডিশন সমান চলিছে।যদিও অস্ট্রেলিয়া বিরুদ্ধে হারের পর ও বিরাটদের হারাতে বদ্ধপরিকর বিরাটরা।
প্রসঙ্গত, একদিকে যখন এই ম্যাচ ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরী হয়েছে উৎসাহের তখন এই হাইভোল্টেজ ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভাবনা হয়ে উঠেছে প্রবল।১৬ ই জুন , ওল্ড ট্রাফোর্ডের আকাশে থাকছে মেঘের ঘনঘটা।বৃষ্টি তে ভেস্তে যেতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচ।বিবিসির আবহাওয়ার পূর্বাভাসের খবর অনুযায়ী রোববার ও আকাশে মেঘের আনাগোনা লেগেই থাকবে।অন্যদিকে ইতিমধ্যে বেশ কিছু ম্যাচ ভেস্তে গেছে, এইবার এই ম্যাচ ভেস্তে যাওয়া ঘিরে তৈরি হয়েছে সম্ভাবনা।