ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের ত্রয়োদশ মরশুমের সপ্তম ম্যাচ চেন্নাই সুপার কিংস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে দুবাইতে খেলা হচ্ছে। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি টসে জেতেন আর দিল্লির বিরুদ্ধে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। এর মধ্যে প্রথমে ব্যাট করতে নামা দিল্লি ক্যাপিটালস দলের ওপেনার শিখর ধবনকে দীপক চাহার প্রথম বলেই মাঙ্কেডিং-এর হুঁশিয়ারি দিয়েছেন। দীপক চাহারের এই হুঁশিয়ারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হচ্ছে।
দীপক চাহার শিখর ধবনকে দিলেন মাঙ্কেডিং-এর হুঁশিয়ারি
জানিয়ে দিই ম্যাচের প্রথম বল করার জন্য দীপক চাহার যেমনই নিজের রানআপ কমপ্লিট করার আগেই থেমে যান আর শিখর ধবনকে দেখে হাসতে থাকেন। আসলে শিখর ধবন বল ফেলার আগেই নিজের ক্রিজ থেকে বেরিয়ে গিয়েছিলেন, যে কারণে দীপক চাহার ধবনকে হেসে ফেলে চোখে চোখে মাঙ্কেডিং-এর হুঁশিয়ারি দিয়ে দেন। দীপক চাহার আর ধবনের এই ভিডিও দারুণ ভাইরাল হচ্ছে।
এখানে দেখুন ভিডিও
— Dhoni Fan (@mscsk7) September 25, 2020
টসে জিতে চেন্নাই নিয়েছে বোলিংয়ের সিদ্ধান্ত
এই ম্যাচে চেন্নাই সুপার কিংস টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। এই ম্যাচের জন্য এমএস ধোনি লুঙ্গি এনগিডির জায়গায় জোস হ্যাজেলউডকে বেছেছেন। অন্যদিকে দিল্লি ক্যাপিটালস আর অশ্বিনের জায়গায় অমিত মিশ্রা আর মোহিত শর্মার জায়গায় আবেশ খানকে প্রথম একাদশে শামিল করেছেন। অশ্বিনকে নিয়ে শ্রেয়স আইয়ার বলেছেন যে, “ও ঠিক হয়ে উঠছে, কিন্তু এখন সবে টুর্নামেন্টের শুরু। এই কারণে আমরা ওকে নিয়ে রিস্ক নিতে চাই না”।