কে এল রাহুলকে সহ অধিনায়ক বানানো নিয়ে দ্বিমত প্রকাশ করলেন দীপ দাশগুপ্ত 1

সোমবার বিসিসিআই এর তরফ থেকে অস্ট্রেলিয়া সফরে তিন ফর্ম্যাটের সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়। সেখানে রোহিত শর্মার পরিবর্তে ওয়ান ডে এবং টি২০ সিরিজে বিরাট কোহলির ডেপুটি অর্থাৎ সহ অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান কে এল রাহুল। কিন্তু অনেকের মনে প্রশ্ন, রোহিতের চোটের গুরুত্ব না দেখেই কি করে রাহুলকে সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল। আর এই নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান দীপ দাশগুপ্ত।

Deep Dasgupta names the young Indian batsmen best suited for Test cricket

এই মুহুর্তে চোটের জন্য খেলতে পারছেন না মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। তবে তিনি দিব্যি নেট প্র্যাকটিস করে চলেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে, নেটে ব্যাট করছেন রোহিত। আশা করা যায়, লিগ পর্যায়ে মুম্বই ইন্ডিয়ান্সের শেষ ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন রোহিত। এই অবস্থায় রাহুলকে একেবারে সরাসরি সহ অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া ঠিক কি না, এই নিয়েই প্রশ্ন তুললেন ধারাভাষ্যকার দীপ দাশগুপ্ত।

ICC Cricket World Cup 2019, Rohit Sharma, KL Rahul, Rohit-Rahul, Team  India, India Opening Pair, Shikhar Dhawan, Dhawan, Rohit-Dhawan, Cricket  News, World Cup, Team India World Cup 2019

স্পোর্টস টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এই নিয়ে দীপ বলেছেন, “সহ অধিনায়কের ঘোষণাটা হয়ত আরও কয়েকদিন বিলম্ব করা যেত। বিসিসিআই হয়ত আরও এক সপ্তাহ অপেক্ষা করতে পারত রোহিতের চোটের বিষয়ে জানতে, আর তারপর সহ অধিনায়কের ঘোষণাটি নিয়ে এগোতে পারত।”

Is virtual commentary in IPL 2020 possible? Deep Dasgupta explains, Sports  News | wionews.com

এরপর রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে দীপ দাশগুপ্ত বলেছেন, “গত কয়েকটি ম্যাচ রোহিত খেলেননি, কিন্তু আমার মনে হয় যদি উনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য ফিট থাকেন তাহলে উনি জাতীয় দলেরও অংশ হতে পারবেন। কিন্তু আমার কাছে যা খবর তাতে ওনার সম্ভাবনা ৫০-৫০, যদিও তিনি সবে নেটে ব্যাটিং করা শুরু করেছেন। আমার মনে হয় এটা শুধু সময়ের ব্যাপার। যত তাড়াতাড়ি উনি ফিট হয়ে যাবেন একাধিক ম্যাচ খেলার জন্য, তখন উনি তৈরি হয়ে যাবে। এটা হ্যামস্ট্রিংয়ের বিষয় আর আপনি কখনই এমন কাউকে আনতে চাইবেন না যিনি ১০০ শতাংশ ফিট নন।”

India team physio wants 2-3 weeks' rest for Rohit Sharma | Sports News,The  Indian Express

শেষে রোহিত শর্মাকে এই জাতীয় দলে দরকার বলে মনে করেন দীপ দাশগুপ্ত। এছাড়া মায়াঙ্ক আগরওয়ালের চোট নিয়েও বার্তা দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেছেন, “যদি রোহিত শর্মা ফিট থাকেন, তবে তাকে অবশ্যই দলে থাকতে হবে। এ বিষয়ে কোনও সন্দেহ নেই। হয়ত মায়াঙ্ক আগরওয়ালের চোট অতটা গুরুতর নয় আর তাই ওনার নাম রাখা হয়েছে। কিন্তু একজন ফিট রোহিত শর্মাকে অবশ্যই দলে নেওয়া উচিত।” 

Rohit Sharma becomes third batsman to register 5000 runs in IPL |  coastaldigest.com - The Trusted News Portal of India

আগামী নভেম্বর মাসে শুরু হবে সেই বহু প্রতীক্ষিত ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় যুদ্ধ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *