ওভালে নেট প্রাক্টিসে তার নেওয়া শটে আহত হয়েছিলেন জয়কিষন প্লাহা।চোটের গুরুত্ব ছিলো এতটাই যে পরবর্তী সময় তাকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয়েছিল।বিষয়টি নিয়ে একেবারেই ভেঙে হয়ে পড়েছিলেন ওয়ার্নার।ঘটনার প্রভাব এতোটাই পড়েছিল অজি ক্রিকেটাররা আর প্রাক্টিস করেননি সেইদিন।সকলের মন পড়েছিলো বোলাররা চোটের দিকে।যদিও পরবর্তী সময়ে সুস্থ হয়ে উঠেছিলো সে।
এরপর সম্প্রতি সেই নেট বোলারের সাথে দেখা করলেন ওয়ার্নার।শুধু দেখা করা নয় , তার পাশাপাশি তাকে একটি বিশেষ উপহার দিয়েছেন ওয়ার্নার।গোটা বিষয়টিপরবর্তী সময়ে আইসিসি তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে টুইট করেছে।ওভালে এদিন শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিলো অস্ট্রেলিয়া, সেই ম্যাচের আগে মায়ের সাথে হাজির ছিলেন জয়কিষান।তাকে টিমের সকলের ক্রিকেটারের সই করা জার্সি উপহার দিয়েছিলেন ওয়ার্নার।
ওয়ার্নারের কাছ থেকে এমন উপহার পাওয়ায় অভিভূত সেই নেট বোলার পরবর্তী সময়ে তার অনুভূতি পোস্ট করেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে।এবিষয়ে একটি ভিডিও পরবর্তী সময়ে সময় টুইট করেন জয়কিষান।শুধু ওয়ার্নার নয় এই তরুণ নেট বোলরকে সুস্থ হয়ে উঠতে দেখে খুশি এ্যরন ফিন্চ ও।অস্ট্রেলিয়ার এই অধিনায়ক পরবর্তী সময়ে জানিয়েছেন, সেইদিন নেট বোলারের চোট লাগার পর গোটা দল একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো গোটা শিবিরে।এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো ।সকলেই খুব চিন্তিত ছিলো।
চোট কাটিয়ে ফের মাঠে ফিরতে পেরে খুশি জয়কিষান ও।জানিয়েছেন পরবর্তী সময়ে নিজেকে একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবেই দেখতে চান।
প্রসঙ্গত, নির্বাসন কাটিয়ে দলে ফেরার পর থেকেই দুরন্ত ফর্মে আছেন ওয়ার্নার এবং স্মিথ।তাদের দলে ফিরে আসায় নির্ভরতা পেয়েছে অজি দল।দুই জন ক্রিকেটার মিলিয়ে এখনও অবধি করেছেন ২৮১ রান পাঁচ ম্যাচে, এর মধ্যে আছে একটি শতরান এবং দুটি অর্ধশতরান।
আসলে প্রিয় সতীর্থ ফিল হিউজের মৃত্যুর পর থেকেই গোটা অস্ট্রেলিয়া দলের মধ্যে একটি প্রভাব পড়েছে।২০১৪ সালে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচে মাথায় চোট পেয়ে আচমকা পৃথিবীকে আলবিদা জানিয়েছিলেন হিউজ।সেই সময় গোটা অস্ট্রেলিয়া শিবিরে তৈরি হয়েছিল এক বিষাদময় পরিস্থিতি।