নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন আইপিএলের সেরা অধিনায়ক এর তকমাটি দিলেন মহেন্দ্র সিং ধোনি কে। আইপিএলে ধোনির অধিনায়ক রুপে জয়ের হার ৬০.১১শতাংশ। আইপিএলের চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুনে সুপার জায়ান্ট’ এর হয়ে অধিনায়ক হিসেবে মাঠে অবতীর্ণ হয়েছিলেন ধোনি। অধিনায়ক রুপে তার খেলার ম্যাচের সংখ্যা ১৭৪, এরমধ্যে জয় এসেছে ১০৪ টিতে।শুধুমাত্র তাই নয়, আইপিএলের ইতিহাসে একমাত্র অধিনায়ক হিসেবে শতাধিক ম্যাচে জয়ের কৃতিত্ব রয়েছে এই তারকা ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যানের।
ঝাড়খণ্ডের এই তারকা ক্রিকেটার ২০১৭ সালে আইপিএলে প্রতিনিধিত্ব করেছিলেন শুধুমাত্র ক্রিকেটার হিসাবে, সেবার তার দল পুনের নেতৃত্ব দিয়েছিলেন তারকা অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টিভ স্মিথ।আইপিএলের সাথে দীর্ঘদিন ধারাভাষ্যকারের সূত্রে জড়িত ড্যানি মরিসন।চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ধোনির সাফল্য দেখেছেন একদম কাছ থেকে।তার উপলব্ধি যে কোনও কঠিন পরিস্থিতি ঠান্ডা মাথায় সমাধান করে দিতে পারেন মাহি।এবং এই বিষয়টি ভারতের প্রাক্তন “ক্যাপ্টেন কুল” কে অন্যান্য অধিনায়কদের তুলনায় খানিকটা আলাদা বৃত্তে স্থান করে দিয়েছে।এদিন অধিনায়ক ধোনির চেন্নাই সুপার কিংস এবং ভারতের জাতীয় ক্রিকেট দলের হয় সাফল্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন মরিসন ।
” হিন্দুস্থান টাইমস ” কে দেওয়া একটি সাক্ষাৎকারে মরিসন বলেন ” হলুদ জার্সিতে এই ক্রিকেটারের দাপটের দিকে লক্ষ্য করুন,ওর একটা হেলিকপ্টার শট গোটা ভারতীয় ক্রিকেটের মানচিত্র বদলে দিয়েছিলো, দেশের হয়ে কি নাই করেছে ও , মানছি এইমুহর্তে ক্রমশ কেরিয়ারের অন্তিম পর্বে উপস্থিত হয়েছে, কিন্তু ধোনির মতো এমন মানসিক চাপ কেউ নিতে পারবেনা।”
ধোনির নেতৃত্বে এযাবৎ আইপিএলে’র প্রত্যেকবার প্লে অফে পৌছে ছিলো চেন্নাই সুপার কিংস।এরমধ্যে দুইবার ফাইনালে পৌঁছতে পারেনি চেন্নাই।২০১০,২০১১ এবং ২০১৮ সালের আইপিএলের ফাইনালে ট্রফি নিজেদের কেবিনে তুলেছিলো চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।এমনকি গতবছর ফাইনালে পৌঁছেছিলো ধোনির দল, যদিও ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে তারা হারের মুখোমুখি হয় রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্সের।
একদিকে যখন মরিসন প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক ধোনির, সেখানে খানিকটা ভিন্ন সুর শোনা যায় মাহির প্রাক্তন সতীর্থ ২০০৭ এর টি টোয়েন্টি এবং ২০১১ এর ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর গৌতম গম্ভীর।তিনি আইপিএলে’ র সেরা তকমাটি দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক এবং ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মাকে ।ইতিমধ্যে অধিনায়ক হিসেবে রোহিতের রয়েছে চারটি শিরোপা।যা ঋতিমতো প্রশংসনীয়।গৌতি মনে করেন আগামী সময় আরও বেশ কিছু আইপিএল ট্রফির জয়ের স্বাদ পেতে চলেছেন ” হিটম্যান ” এবং এবিষয়ে অনেকটাই নিশ্চিত তিনি।
আইপিএলে’র সেরা অধিনায়ক প্রসঙ্গ উঠলে গৌতম গম্ভীর জানিয়েছেন, ” আমি মনে করি রোহিত শর্মা, ও চারটি ট্রফি জিতেছে।আমার কাছে অধিনায়কত্বের প্রকৃত অর্থ ট্রফি জেতা, এবং এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রোহিত।আমার বিশ্বাস কেরিয়ারের শেষে আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কের তকমাটি পাবে রোহিত।এখনই চারটি ট্রফি আছে ওর কাছে, আমার ধারনা সংখ্যাটি ৬-৭ ‘ এ শেষ হবে” ।প্রসঙ্গত , অধিনায়ক হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স কে ১০৪ টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ” হিটম্যান “, জয় পেয়েছেন ৬০ টি ম্যাচে।তার জয়ের হার ৫৮.৬৫ ।