ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের দ্বাদশ মরশুমে জারি রয়েছে। কিন্তু এই সফরের মধ্যেই একের পর এক খেলোয়াড়দের আহত হওয়ার ধারাবাহিকতা জারি রয়েছে। এই মরশুমে এখনো পর্যন্ত বেশ কিছু খেলোয়াড়কে চোটের কারণে এই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে, সেই তালিকায় এখন আরো একটি নাম শামিল হয়ে গিয়েছে।
আইপিএলের এই মরশুমে আরো এক খেলোয়াড় আহত
আইপিএলের এই মরশুম শুরুর সঙ্গেই খেলোয়াড়দের চোট লাগার যে ধারাবাহিকতা শামিল হয়েছিল তা এখনো কায়েম রয়েছে। সেই তালিকায় এখন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর জোরে বোলার ডেল স্টেইনও শামিল হয়ে গিয়েছেন।
আরসিবির জোরে বোলার ডেল স্টেইন এই মরশুমের মাঝপথের পরেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন যার পর তিনি মাত্র দুটি ম্যাচই খেলেছিলেন, কিন্তু এর মধ্যেই চোট তাকেও নিজের শিকার বানিয়ে ফেলেছে।
ডেল স্টেইন হলেন আহত, কাঁধে চোটের কারনে পুরো মরশুমে বাদ

আরসিবি দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার ডেল স্টেইনকে অস্ট্রেলিয়ার নাথান কুল্টার নাইলের জায়গায় দলে শামিল করা হয়েছিল যারপর তিনি দুটি ম্যাচও খেলেছলেন।
কিছু বছরের ব্রেকের পর স্টেইন আরসিবির অংশ হয়েছিলেন। কিন্তু এখন কাঁধের চোটের কারণে তাকে পুরো মরশুম থেকেই ছিটকে যেতে হল। এই চোটের কারণেই স্টেইনগান নামে পরিচিত এই খেলোয়াড় বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে পারেননি।
কাঁধের চোটের কারণে নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন স্টেইন
আরসিবির হয়ে বুধবার হওয়া ম্যাচের আগে ডেল স্টেইন এই মরশুমে দুটি ম্যাচ খেলেছেন যেখানে তিনি নিজের গতির জাদু দেখান। স্টেইন দুর্দান্ত বোলিং করে এই দুটি ম্যাচে ৪টি উইকেট নেন।
JUST IN: Dale Steyn ruled out for the remainder of the #IPL due to an inflammation in his shoulder.
— Cricbuzz (@cricbuzz) April 25, 2019
স্টেইনকে এই সময় নিজের সম্পূর্ণ ফর্মে দেখা গিয়েছে কিন্তু এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের আগে তার কাঁধ ফুলে যায় যার ফলে তাকে সমস্যায় পড়তে হয় আর তিনি নিজেই তারপর বাকি মরশুম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।