CSkvsKXIP, STATS: এই ম্যাচে হলো ৯টি রেকর্ড, শেন ওয়াটসন আর ফাক গড়লেন এই কৃতিত্ব

আইপিএল ২০২০-র ১৮তম ম্যাচ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস আর কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে খেলা হয়েছে। যার মধ্যে চেন্নাই সুপার কিংস কেএল রাহুলের নেতৃত্বাধীন কিংস ইলেভেন পাঞ্জাবকে ১০ উইকেটে লজ্জাজনকভাবে হারিয়েছে। এই ম্যাচে পাঞ্জাব প্রথমে ব্যাট করে ১৭৮ রান করে, যার জবাবে চেন্নাইয়ের দল ২ ওভার ২ বল বাকি থাকতেই ১০ উইকেটে এই ম্যাচ জিতে নেয়। এর মধ্যে এই ম্যাচে বেশকিছু রেকর্ডও হয়। আসুন সেই রেকর্ডগুলির ব্যাপারেই জেনে নেওয়া যাক।

চেন্নাই বনাম পাঞ্জাব ম্যাচে হলো এই ৯টি রেকর্ড

CSkvsKXIP, STATS: এই ম্যাচে হলো ৯টি রেকর্ড, শেন ওয়াটসন আর ফাক গড়লেন এই কৃতিত্ব 1

১. এই ম্যাচে কিংস ইলেভেনে পাঞ্জাবের অধিনায়ক কেএল রাহুল ৬৩ রানের ইনিংস খেলার সঙ্গে আইপিএল ২০২০-তে নিজেরই সতীর্থ ময়ঙ্ক আগরওয়ালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে গিয়েছেন।

২. এই ম্যাচে কেএল রাহুল আইপিএল ২০২০-তে ৩০০র বেশি রান করা প্রথম ব্যাটসম্যান হয়ে গিয়েছেন।

৩. এই ম্যাচে চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২০-তে পাওয়ার প্লে চলাকালীন নিজেদের সবচএয়ে বেশি রান করেছে। এই ম্যাচে চেন্নাই পাওয়ার প্লে-তে ৬০ রান করেছে।

CSkvsKXIP, STATS: এই ম্যাচে হলো ৯টি রেকর্ড, শেন ওয়াটসন আর ফাক গড়লেন এই কৃতিত্ব 2

৪. এই ম্যাচে চেন্নাই সুপার কিংসের ব্যাটসম্যান শেন ওয়াটসন আইপিএল কেরিয়ারের নিজের ২০তম হাফসেঞ্চুরি করেছেন।

৫.. এই ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাব পরপর ৩টি ম্যাচ হারা আইপিএল ২০২০-র দ্বিতীয় দল হয়েছে। এর আগে চেন্নাই সুপার কিংস পরপর ৩টি ম্যাচ হেরেছিল।

৬. শেন ওয়াটসন আর ফাফ দু’প্লেসির মধ্যে চেন্নিয়ায়ের জন্য আইপিএলের ইতিহাসের সবচেয়ে বড়ো পার্টনারশিপ হয়েছে।

CSkvsKXIP, STATS: এই ম্যাচে হলো ৯টি রেকর্ড, শেন ওয়াটসন আর ফাক গড়লেন এই কৃতিত্ব 3

৭. শেন ওয়াটসন এই ম্যাচে ৪টি বাউন্ডারির মারার সঙ্গেই আইপিএলে নিজের ৩৫০টি বাউন্ডারি পূর্ন করে ফেলেছেন।

৮. এই ম্যাচের আগে চেন্নাই সুপার কিংস আর কিংস ইলেভেন পাঞ্জাব এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে ২২ বার মুখোমুখি হয়েছিল। যার মধ্যে চেন্নাই ১২বার জয় পেয়েছে অন্যদিকে কিংস ইলেভেন পাঞ্জাব ৯টি ম্যাচ জিতেছিল। এই ম্যাচে চেন্নাই পাঞ্জাবের বিরুদ্ধে নিজেদের ১৩তম জয় হাসিল করেছে।

৯. ২০১৩-র পর প্রথমবার চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসে পাঞ্জাবের বিরুদ্ধে পাঞ্জাবের বিরুদ্ধে ১০ উইকেটে ম্যাচ জিতল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *