তার ভক্তদের কাছে খুশীর খবর। এখনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে ” অবসর ” নিচ্ছেন না তারকা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ক্রিস গেইল। বরং আরও বছর পাঁচেক আন্তর্জাতিক ক্রিকেট আঙিনায় দেখতে পাওয়া যাবে তাকে।সম্প্রতি এমনটাই জানিয়েছেন তিনি।
এখনও মানুষ চাইছে তিনি আরও খেলুক।তাই তাদের কথা ভেবে এমন সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটের মহাতারকা, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এবছর দুইবার অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন গেইল।ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলাকালীন তিনি জানিয়েছিলেন বিশ্বকাপের পর অবসর নেবেন তিনি।এরপর ফের আরও একবার বিশ্বকাপের মাঝে জানিয়ে এখনই নন, বরং বিশ্বকাপের পর ভারতের বিপক্ষে সিরিজের পর অবসর নেবেন তিনি।
এরপর ফের আরেকবার অবসর নিয়ে ” ইউ টার্ন ” নিলেন গেইল।জানিয়ে দিলেন আগামী পাঁচ বছর অবসর নেওয়ার কোনও রকম পরিকল্পনা নেই তার।এখন দেখার বিষয়ে গেইলের এমন পরিকল্পনা কে কেমন ভাবে নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।গেইল নাকি নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পক্ষে তারা এখন সেইটাই দেখার বিষয়ে।
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলছেন না গেইল।সে সময় কানাডাতে অনুষ্ঠিত ” গ্লোবাল টি ২০ ” লিগ খেলবেন তিনি ।ভারতের বিপক্ষে একদিবসীয় সিরিজে খেলতে দেখা যাবে তাকে।
প্রসঙ্গত, বিশ্বকাপের আগে দেশের জার্সিতে তেমন ভাবে খেলতে দেখা যায় নি তাকে।যদিও বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলতে দেখা গেছিলো তাকে।
কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগে ” ভ্যাঙ্কুবার নাইটস ” এর হয়ে খেলতে দেখা যায় গেইলকে।তিনি ছাড়াও এই দলের হয়ে খেলছেন রাসি ভ্যান দাসেন, আন্দ্রে রাসেল, টিম সাউথির মতো তারকা ক্রিকেটারেরা।আগামী ২৫ শে জুলাই থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট।