বিসিসিআইয়ের নতুন কোচের নির্বাচন নিয়ে বিসিসিআই বিরাট কোহলির উপর নিল বড় সিদ্ধান্ত

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি আর প্রধান কোচ রবি শাস্ত্রীর যুগলবন্দী সকলেরই জানা। তাই তো ২০১৭য় প্রধান কোচের নিযুক্তির পর অধিনায়ক বিরাট কোহলি এক তরফা ভাবে রবি শাস্ত্রীর সমর্থন করেছিলেন। যেখানে বিরাট কোহলির কথাই চলেছে আর রবি শাস্ত্রীকে দু বছর পর্যন্ত ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে নির্বাচন করা হয়েছে।

বরাট কোহলির পছন্দ রবি শাস্ত্রীর কোচের কার্যকাল শেষ

রবি শাস্ত্রীকে ২০১৯এর বিশ্বকাপের কথা মাথায় রেখে দু বছরের জন্য কোচের পদ দেওয়া হয়েছিল যার পর এখন আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে আর এখান থেকেই প্রধান কোচ রবি শাস্ত্রীর কার্যকালও শেষ হয়ে গিয়েছে।

বিসিসিআইয়ের নতুন কোচের নির্বাচন নিয়ে বিসিসিআই বিরাট কোহলির উপর নিল বড় সিদ্ধান্ত 1

বিরাট কোহলির সবচেয়ে পছন্দের কোচ রবি শাস্ত্রীর কার্যকাল শেষ হওয়ার পর এখন বিসিসিআই রবি শাস্ত্রীর সঙ্গে আগে এগোতে চায় না, এবং সেটা তাদের হাবেভাবে পরিস্কারও হয়ে গিয়েছে।

নতুন কোচের বিষয়ে চলবে না কোহলির মত, বিরাটের কাছে নেওয়া হবে না রায়

তাই তো তারা নতুন কোচের সন্ধানে মঙ্গলবার কোচের পদের জন্য বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। ভারতীয় দলের কোচ পদের জন্য ইচ্ছুক প্রার্থী ৩০ জুলাই ২০১৯ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারেন।

বিসিসিআইয়ের নতুন কোচের নির্বাচন নিয়ে বিসিসিআই বিরাট কোহলির উপর নিল বড় সিদ্ধান্ত 2

এরপর এখন ভারতের প্রাক্তন অধিনায়ক কপিলদেবের কমিটি প্রধান কোচের ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবে। কিন্তু একটি ইংলিশ দৈনিকের কথা ধরা হলে এবার ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির রায় নেওয়া হবে না নতুন কোচ বাছার ক্ষেত্রে।

কপিলদেবের কমিটিই করবে ভারতের নতুন কোচ ঠিক

গতবার অনিল কুম্বলের ইস্তফা দেওয়ার পর বিরাট কোহলির কাছে কোচের বিষয়ে রায় নেওয়া হয়েছিল যেখান্র তিনি সামনে থেকে রবি শাস্ত্রীর সমর্থন করেছিলেন। আর শেষমেশ বিরাট কোহলির কথাই মেনে নেওয়া হয়।

বিসিসিআইয়ের নতুন কোচের নির্বাচন নিয়ে বিসিসিআই বিরাট কোহলির উপর নিল বড় সিদ্ধান্ত 3

ইন্ডিয়ান এক্সপ্রেসের মোতাবেক বিসিসিআইয়ের এক আধিকারিক নিজের নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন যে এবার কোচ নির্বাচন করার বিষয়ে অধিনায়ক বিরাট কোহলির রায় নেবে না কপিলদেবের কমিটি আর তারা স্বয়ং এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। যারপর কোচে সিদ্ধান্তের উপর শেষ শিলমোহর ক্রিকেট পরামর্শদাতা কমিটির সৌরভ গাঙ্গুলী, শচীন তেন্ডুলকর আর ভিভিএস লক্ষ্মণ দেবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *