এবারের বিশ্বকাপের ফাইনালে দুরন্ত কৃতিত্বের অধিকারী হলেন কেন উইলিয়ামসন।ডান – হাতি এই তারকা ব্যাটসম্যান একটি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার কৃতিত্ব অর্জন করলেন। রোববার ১৪ ই জুলাই লর্ডসে এবারের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড – ইংল্যান্ড।এদিন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় উইলিয়ামসন।
এদিন ১৯ রানে গুপ্টিল আউট হলে ব্যাটিং করতে নামেন অধিনায়ক।প্রথমে বেশ কিছু বল থিতু হওয়ার সময় নিয়ে ১২ নম্বর বলে খাতা খোলে উইলিয়ামসন।এদিন প্রথম রান করার সাথে সাথে বিশ্বকাপে রেকর্ড গড়লেন কেন।একটি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বাধিক রান গড়ার রেকর্ড এখন কেনের।এর আগে এই রেকর্ড ছিল মহিলা জয়বর্ধনের , ২০০৭ এর বিশ্বকাপে ৫৪৮ রান করেছিলেন জয়বর্ধনে।
এবারের বিশ্বকাপের ফাইনালে ফের আরেকবার গুরুত্বপূর্ণ ইনিংস খেললেন কেন।দ্বিতীয় উইকেটে ওপেনার হেনরি নিকোলসের সাথে জুঁটি বেঁধে গড়লেন ৭৪ রানের ইনিংস।এদিন ক্যাচ আউট হয়েছিলেন উইলিয়ামসন।যদিও আম্পায়ার সেই সিদ্ধান্ত নাকচ করলে পরবর্তী সময়ে রিভিউয়ের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ উইকেট হাসিল করে ইংল্যান্ড ।
এদিন ৩০ রান করার মধ্যে দিয়ে এবারের বিশ্বকাপে নয় ইনিংস মিলিয়ে মোট ৫৭৮ রান করেছিল কেন উইলিয়ামসন।ডান – হাতি এই ব্যাটসম্যান এবারের বিশ্বকাপ শেষ করলেন দুটি শতরান এবং দুটো অর্ধ শতরান সহ।ম্যান্চেষ্টারে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা ১৪৮ রানের ইনিংস এবারের বিশ্বকাপে সর্বোচ্চ।প্রসঙ্গত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাক – টু – ব্যাক শতরান আছেন উইলিয়ামসন।
প্রসঙ্গত, অধিনায়ক হিসেবে এবারের বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান অস্ট্রেলিয়ার এ্যরন ফিন্চের, ১০ ইনিংসে তার রান সংখ্যা ৫০৭ ।
এদিন আরও একটি রেকর্ড ভেঙেছিলেন উইলিয়ামসন।নিউজিল্যান্ডের ব্যাটসম্যান হিসেবে একটি বিশ্বকাপে সর্বাধিক রানের রেকর্ড এখন তারই দখলে।ভেঙে ফেললেন ২০১৫ তে মার্টিন গুপ্টিলের গড়া ৫৪৭ রানের রেকর্ড।