অধিনায়ক জো - রুটের উপর ক্ষুব্ধ ইংল্যান্ড সমর্থকেরা ! 1

সব আশা শেষ , ফের আরেকবার ঐতিহ্যের লড়াইয়ে ইংল্যান্ড কে টেক্কা দিলো অস্ট্রেলিয়া, এ্যসেজ দখলে রেখে। ২০১৭ এরপর ফের আরেকবার এই ট্রফি দখলে রাখলো অজিরা। প্রসঙ্গত, ২০০১ সালের পর ফের আরেকবার ইংল্যান্ডের মাটিতে এ্যসেজ জয়ের কৃতিত্ব অর্জন করলো অস্ট্রেলিয়া। চলতি সিরিজে দ্বিতীয় হারের প‍র ইংল্যান্ড টেস্ট অধিনায়ক জো – রুটের উপর ভয়ানক চটেছেন ইংরেজ সমর্থকেরা।ইতিমধ্যে তাকে অধিনায়কের পদ থেকে সরানোর দাবী জানিয়েছেন তারা।

অধিনায়ক জো - রুটের উপর ক্ষুব্ধ ইংল্যান্ড সমর্থকেরা ! 2

২০১৭ সালে এ্যলস্টেয়ার কুক, ইংল্যান্ড অধিনায়কের পথ থেকে সরে দাড়ালে তার বদলে দায়িত্বে আসেন রুট।এবং তার নেতৃত্বে ঘরে মাঠে যথাক্রমে সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হারে ইংল্যান্ড। এবছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের ঘরের সিরিজ হারে ইংল্যান্ড।যা রুটের কেরিয়ারের সবচেয়ে দুর্ভাগ্যজনক মুহূর্ত বলে মনে করা হয়।তার কাছে সুযোগ ছিলো নিজের ভাব উদ্বারের।কিন্তু এ্যসেজ হারার পর সেই সুযোগ নষ্ট করলেন তিনি।

তার অধিনায়কত্বে এখনো অবধি ৩২ টি টেস্ট ম‍্যাচ খেলেছে ইংল্যান্ড।জিতেছে ১৬ টিতে।হার ১৩ টিতে।তার জয়ের গড় ৪০.৬২ শতাংশ যা কুকের তুলনায় অনেকটাই বেশি।রুটের অধিনায়কত্বে ৩ টি টেস্ট ম‍্যাচ ড্র করেছে ইংল্যান্ড, যেখানে কুকের নেতৃত্বে সংখ্যাটি ছিলো ১৩ ।

অধিনায়ক জো - রুটের উপর ক্ষুব্ধ ইংল্যান্ড সমর্থকেরা ! 3
Getty

অধিনায়কত্বের বিষয়ে এখনও ইংল্যান্ডের বোর্ডের তরফে কিছু না জানানো হলেও মনে করা হচ্ছে, আগামী সময় বেন স্টোকস কে দেখা যেতে পারে এই ভূমিকায়। এ্যসেজের পর একাধিক বদল আসতে চলেছে ইংল্যান্ড শিবিরে।বদলে যেতে চলেছে কোচ ট্রেভির বেলিস।বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে টেস্ট অধিনায়কের। ইতিমধ্যে এ্যসেজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে ইংল্যান্ডের।আগামী ১২ ই সেপটেম্বর কেনিংটন ওভালে এ্যসেজের পন্চম এবং অন্তিম ম‍্যাচে জয়ের রাস্তায় ফিরতে পারবে কি ” রুট এ্যন্ড কোং ” এখন সেইটাই দেখার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *