ফের কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ! 1

সদ‍্য সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ব্রেন্ডন ম‍্যাককালাম। নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটারকে ২০২০ এর আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দলের কোচের পদে নিযুক্ত করা হলো।

ফের কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ! 2
New Zealand’s captain Brendon McCullum runs between the wickets after he dropped his bat during the first one day international cricket match between New Zealand and Sri Lanka at the Hagley Park Oval in Christchurch on January 11, 2015. AFP PHOTO / MARTY MELVILLE (Photo credit should read Marty Melville/AFP/Getty Images)

ক্রিকেট ছাড়ার পর এইবার কোচিংয়ের দিকে ক্রমশ ঝুকছেন ম‍্যাককালাম।সূত্রের খবর অনুযায়ী তাকে আগামী মরশুমে দেখা যাবে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের ভূমিকায়।অন‍্যদিকে তিনি মুখ‍্য কোচের দায়িত্বে থাকছেন ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ” ট্রিনবাগো নাইট রাইডার্স ” দলের।

ফের কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ! 3

গত মাসে কলকাতার কোচের পদ থেকে সরে দাড়িয়েছেন জ‍্যাক কালিস এবং সাইমন ক‍্যাটিচ।ম‍্যাককালামের সাথে কলকাতা নাইট রাইডার্সের সম্পর্ক আজকের নয়।আইপিএলের শুরুতে অর্থাৎ ২০০৮ তিনি কলকাতা দলের সদস্য ছিলেন তিনি।প্রথম ম‍্যাচে তার ১৫৮* রানের ইনিংস এখনো ভুলতে পারিনি কেউ।

ফের কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ! 4

প্রসঙ্গত, দুই দলেই ম‍্যাককালাম এলেন সাইমন ক‍্যাটিচের বদলে।কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের ভূমিকায় এবং ক‍্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ” ট্রিনবাগো নাইট রাইডার্স ” দলের মুখ‍্য কোচের দায়িত্বে এর আগে ছিলেন ক‍্যাটিচ।২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানানো ম‍্যাককালাম কে আমরা খেলতে দেখেছি বিভিন্ন দেশের টি টোয়েন্টি সিরিজে।

ইতিমধ্যে আইপিএল থেকে না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন।গত ডিসেম্বরে নিলামে অবিক্রিত ছিলেন তিনি।এরপর এবছর বিগ ব‍্যাশ থেকে অবসর নেন তিনি।এইবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করার সিদ্ধান্ত নিলেন বাজ।

ফের কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ! 5

প্রথম বছরে কলকাতার হয়ে আইপিএলে প্রতিনিধিত্ব করার পর পরবর্তী সময়ে তাকে দেখা গেছে রয়‍্যাল চ‍্যালেন্জার্স ব‍্যাঙ্গালোর, চেন্নাই সুপার কিংস,গুজরাট লায়ন্সের মতো একাধিক ক্রিকেট দলে।যদিও ২০১৯ এর আইপিএলে খেলতে দেখা যায়নি তাকে।

ফের কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন ব্রেন্ডন ম‍্যাককালাম ! 6
Kolkata: Royal Challengers Bangalore player Brendon McCullum during an IPL match 2018 against Kolkata Knight Riders in Eden Gardens in Kolkata on Sunday. PTI Photo by Ashok Bhaumik (PTI4_8_2018_000212B)

২০১৬ তে ক্রিকেট কে বিদায় জানানো ম‍্যাককালাম দেশের জার্সি গায়ে খেলেছেন ১০১ টি টেস্ট,২৬০ টি ওয়ানডে,৭১ টি টি টোয়েন্টি ম‍্যাচ,২০০৪ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয় এই তারকা নিউজিল্যান্ডের ক্রিকেটারক্রিকেটারের।

https://twitter.com/KKRiders/status/1161941298737111040

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *