১৯৯৯ সালে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে একপেশে হারের পরের বছর খাইবারে জন্মগ্রহণ করেন শাহিন আফ্রিদি। এরপর কেটেছে বহুবছর। এবার বিশ্বকাপের শুরুটা একেবারে ভালো ভাবে হয়নি পাকিস্তানের যদিও পরবর্তী সময়ে দারুণ কামব্যাক করেছিলো তারা।এবং তার জন্য যথেষ্ট কৃতিত্ব দেওয়া উচিত উঠতি তরুণ পাক প্রতিভা শাহিন আফ্রিদিকে। সুযোগ পেয়ে একের পর এক ম্যাচে দারুণ পারফরম্যান্স করে খবরের শিরোনামে উঠে এসেছেন তিনি।
সম্প্রতি আরেক উঠতি পাকিস্তানের ক্রিকেট প্রতিভা ইমাম – উল – হক উঠে এসেছিলেন খবরের শিরোনামে।নারী কেন্দ্রীক নানান ঘটনা কে কেন্দ্র করে।একাধিক মেয়েদের সাথে সম্পর্ক এবং অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছিলো তার বিরুদ্ধে।
এর রেশ কাটতে না কাটতেই এইবার ফের শাহিন হলেন ভাইরাল নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে।একজন টুইটার ব্যবহারকারীর অভিযোগ শাহিনের বিরুদ্ধে অশ্লীল চ্যাট নিয়ে।এমনকি পরবর্তী সময়ে একটি স্ক্রিন শট প্রবল পরিমাণে হয়েছিল ভাইরাল।
ইমামের ঘটনার দিন খানেক পর শাহিনের এমন ঘটনায় জরিয়ে পরায় তাদের নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে গোটা পাকিস্তান জুড়ে।স্ক্রিনশট পোস্ট করার সাথে সাথে সেই অভিযোগকারী বক্তব্য এই হলো অন্যতম কারণ যার জন্য মাঠে নিজের ফেরাটা দিতে পারছেন না এই ক্রিকেটারেরা।
# শাহিন আফ্রিদি আরেক উদীয়মান তারকা।কেনো মাঠে নিজের সেরাটা দিয়ে উঠতে পারছেন না ? কারণ তারা সবসময় ব্যস্ত মেয়েদের সাথে ফ্লাট করতে।নিজেদের ক্ষমতা এবং স্ট্যাটাস ব্যবহার করে তারা এমনটা করছে।প্রসঙ্গত, যে প্রোফাইল থেকে এমন অভিযোগ করা হয়েছিল শাহিনের বিরুদ্ধে তা খানিকক্ষনের মধ্যে মুছে দেওয়া হয়।